৪র্থ দফায় বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের ডাক
Published : Thursday, 9 November, 2023 at 5:06 PM Count : 256
চতুর্থ দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ ১২ নভেম্বর (রোববার) ভোর থেকে ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভোর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামীকাল শনিবার গণতন্ত্র ও শ্রমিকের মজুরি আদায়ের আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় সারাদেশ ব্যাপী প্রতিটি মসজিদে মসজিদের দোয়া অনুষ্ঠিত হবে।
দলীয় সুত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার কোনো কর্মসূচি থাকবে না। এরপর ১২ ও ১৩ তারিখ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
তৃতীয় দফা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ বৃহস্পতিবার ভোরে শেষ হবে।
এছাড়া বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে আগামী ১২ ও ১৩ নভেম্বর (রোববার ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।