For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাংলাদেশের সামনে আজ পাকিস্তান

Published : Tuesday, 31 October, 2023 at 11:05 AM Count : 153


নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটে জয়ের পর হারের বৃত্তে বন্দী বাংলাদেশ দল। সর্বশেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে হারসহ চলতি আসরে টানা পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে টাইগাররা। 

জয়ের ধারায় ফেরার লক্ষ্যে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের মুখোমুখি হবে সাকিব বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

এদিকে বিশ্বকাপে বাংলাদেশের মতো অবস্থা বাবর আজমদের। টানা জয়হীন শেষ চার ম্যাচে। ফলে সেমিফাইনালে যাবার স্বপ্নে খাদের কিনারায় বাবর-রিজওয়ানরা। বাংলাদেশের সেমির স্বপ্ন শেষ হলেও কাগজে-কলমে এখনও টিকে আছে পাকিস্তান। বিশ্বকাপের স্বপ্ন থমকে গেলেও চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। সবমিলিয়ে কাল জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। 

তবে দুই দলের অতীত পরিসংখ্যানের বেশ পিছিয়ে সাকিব বাহিনী। এ পর্যন্ত এক দিনের ক্রিকেটে দুই দলের ৩৮ দেখায় ৩৩টিতেই হেসেছে পাকিস্তান। বিপরীতে বাংলাদেশের জয় মাত্র পাঁচটিতে। ২০১৯ বিশ্বকাপেও বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এমনকি সবশেষ এশিয়া কাপেও জিততে পারেনি লাল-সবুজের দল। তাই বাংলাদেশের সামনে সুযোগ ধুঁকতে থাকা পাকিস্তানকে হারিয়ে ছন্দে ফেরার।

এদিকে পুরো টুর্নামেন্ট জুড়েই হতাশাজনক পারফরম্যান্স করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বিশেষ করে ব্যাটিংটা একেবারেই যাচ্ছেতাই হচ্ছে। যার খেসারত দিতে হয়েছে টানা পাঁচ ম্যাচ হেরে। আগের দিন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের কাছে হেরে মানসিকভাবে বিধ্বস্ত ছিল গোটা দল। তাই বাকি ম্যাচগুলোতে জয়ের ধারায় ফিরতে মরিয়া সাকিবরা।

কলকাতার ইডেন গার্ডেন্সে বরাবরই ব্যাটিং সহায়ক উইকেট হয়। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচেও ব্যাটিংবান্ধব উইকেটের দেখা মিলেছিল। তাই এই ম্যাচেও বড় স্কোরের প্রত্যাশা করছেন সমর্থকরা। এই ম্যাচে বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। ব্যর্থতা ভুলে ছন্দে ফেরার চ্যালেঞ্জে কেমন করে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমরা এটা নিয়ে কথা বলেছি। নিজেদের গ্রুপ মিটিং হয়েছে। আমরা নিজেরা বসেছিলাম, আলোচনা করেছি কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি, যেখানে আমরা বর্তমানে আছি। আমাদেরকে সেটা মাঠে প্রমাণ করতে হবে। পারফর্ম করতে না পারলে সব কিছুই মূল্যহীন। এজন্য আমাদেরকে মাঠে পারফর্ম করে নিজেদের প্রমাণ করতে হবে। যেন প্রত্যেকে তা দেখতে পারেন।’

অপরদিকে বাংলাদেশকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চায় বাবররা। ম্যাচের আগের দিন পাকিস্তান কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্ন বলেন, ‘বাংলাদেশ এখানকার বাকি নয়টি কোয়ালিফাই করা দলের মতোই একটা। আমাদের তাদের হারানোর দৈব ক্ষমতা নেই। আমরা জানি  এদের ভেতর যে কোনো দলকে হারাতে গেলে ভালো খেলতে হবে। বাংলাদেশের জন্য অনেক বেশি সম্মান আছে আমাদের। তাদের দলে কোয়ালিটি ক্রিকেটার আছে। আমাদের বিশ্বাস তাদের দুর্বলতা বের করে সেটা কাজে লাগাতে পারবো, এটাও জানি তাদের শক্তির জায়গাটা কোথায়।’

এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,