For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে ছুরিকাঘাতে চিকিৎসককে হত্যা

Published : Monday, 30 October, 2023 at 12:53 PM Count : 291


রাজশাহীতে এক চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত গোলাম কাজেম আলী আহমেদ (৪২) রাজশাহীতে চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জামিরুল ইসলাম জানান, রোববার রাত পৌনে ১২টার সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখে মোটরসাইকেলযোগে উপশহরের বাসায় ফিরছিলেন।

এ সময় বর্নালি মোড় এলাকার কোরাইশী থাই অ্যালুমিনিয়ামের সামনে একটি মাইক্রোবাসে আসা ৭-৮ জন মুখোশধারী সন্ত্রাসী প্রথমে তার পথরোধ করেন। পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে। ডা. কাজেম আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
মেডিকেলের আইসিইউতে স্থানান্তরের পর রাত ১টার সময় মারা যান ডা. কাজেম আলী। ঘটনার সময় শাহীন নামে এক যুবক তার মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। শাহীন ঘটনার সময় রোডে পড়ে গিয়ে কিছুটা আঘাত পান।

জানা গেছে, ডা. গোলাম কাজেম আলী আহমেদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দেবিনগর গ্রামে। বাবার নাম গোলাম মোর্তুজা। ডা. কাজেম আলী রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করতেন।

তিনি রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন। রাজশাহী মহানগরীর উপশহর এলাকার ৬৮/২ বাড়িতে বসবাস করতেন। নিহত ডা. কাজেমের স্ত্রী ফারজানা সোমা। রাজশাহী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে এমডি কোর্স করছেন।

মহানগর পুলিশ সূত্র জানায়, ডা. কাজেম আলীকে পূর্ব পরিকল্পনা মোতাবেক ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কারণ ঘটনার সময় তার কাছে টাকাপয়সা থাকলেও হত্যাকারীরা তা নিয়ে যায়নি। এই থেকে প্রমাণিত হয় শুধু হত্যার উদ্দেশ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।  

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক  মুকুল হোসেন জানান, রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ডা. কাজেম আলীকে জরুরি বিভাগে আনা হয়। প্রথমে তাকে মেডিকেলের ৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। রাত ১টার সময় মারা যান তিনি।

এদিকে ছুরিকাঘাতে একজন চিকিৎসক নিহত হওয়ায় রাজশাহীতে চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরএমপির গণমাধ্যম মুখপাত্র এডিসি জামিরুল ইসলাম জানান, নিহত চিকিৎসক কাজেম আলীর পরিবারকে দ্রুত থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,