For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীর পদ্মায় অবাধে চলছে মা ইলিশ শিকার

Published : Sunday, 29 October, 2023 at 5:22 PM Count : 204



নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর চারঘাট এলাকার পদ্মা নদীতে মা ইলিশ শিকারের ধুম পড়েছে। শুধু চারঘাট নয়, উজানে গোদাগাড়ী থেকে ভাটিতে বাঘা এলাকাজুড়ে পদ্মায় চলছে মা ইলিশ শিকার। প্রশাসন দায়সারাভাবে নিষেধাজ্ঞার কথা প্রচার করলেও নদীতে নেই কার্যকর অভিযান। ফলে জেলেরা ইলিশ ধরে প্রকাশ্যে বাজারে বিক্রিও করছে।

গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সরকার ইলিশ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু দেশের অন্যান্য এলাকায় প্রশাসন নিষেধাজ্ঞা কার্যকরে নজরদারি করলেও রাজশাহীতে পদ্মা পুরোপুরি অরক্ষিত।
অভিযোগ রয়েছে, মৎস্য কর্মকর্তারা মানুষ দেখানো ঢাকঢোল পিটিয়ে ইলিশ শিকার না করতে প্রচারণা চালাচ্ছে; কিন্তু নেই কার্যকর অভিযান। মাঝে মাঝে মৎস্য অফিসের লোকেরা নদীর কিনারে অভিযান চালানোর কথা বললে বন্ধ হচ্ছে না মা ইলিশ নিধন কার্যক্রম। আর এতে করে মৎস্য কর্মকর্তাদের অভিযান এখন মানুষ দেখানো অভিযানে পরিণত হচ্ছে।

সরেজমিন রাজশাহী অঞ্চলের পদ্মার তীরবর্তী এলাকা ঘুরে দেখা গেছে, পদ্মায় অবাধে চলছে মা ইলিশ নিধন। ভোর হওয়ার আগেই জেলেরা ইলিশ ধরে পাচার করে দিচ্ছে।

এদিকে, এ অঞ্চলের মতিহার, শ্যামপুর, ইউসুফপুর, টাঙ্গন, চারঘাট পিরোজপুর, গোপালপুর, রাওথা, মীরগঞ্জ ও আলাইপুরে পদ্মায় চলছে অবাধে মৎস্য শিকার। এসব এলাকার পদ্মায় দিনের বেলায় জেলেদের মাছ ধরা নৌকা কম দেখা গেলেও গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত চলছে মা ইলিশ নিধনের কাজ। ইলিশ ধরে জেলেরা রাজশাহীর বিভিন্ন বাজারেও তুলছে। ডিমওয়ালা এসব ইলিশ বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।

নাম প্রকাশে একাধিক ব্যাক্তি জানান, দিনের বেলায় মাছ শিকার কম থাকলেও রাতের বেলায় মা ইলিশ নিধন চলছে বেশ জোরেশোরেই। আর ভোর হওয়ার আগেই এসব আটকা পড়া মাছ বিভিন্ন গ্রামে চলছে বিক্রি।

চারঘাটের মীরগঞ্জ এলাকার নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল শিক্ষক বলেন, দিনের বেলায় জেলেরা অনেকটা অলস সময় পার করলেও সন্ধ্যা নামলে তারা হয়ে উঠছে বেপরোয়া। মা ইলিশ নিধন করতে সুযোগ সন্ধানী জেলেরা সন্ধ্যা থেকে ভোর ৬-৭টা পর্যন্ত নদীতে থাকছে। দূর-দূরান্ত থেকে লোকজন মোটরসাইকেলযোগ ছুটছে পদ্মার ধারে ইলিশ কিনতে। কিছু ইলিশ স্থানীয়ভাবে বিক্রি হলেও অধিকাংশই যাচ্ছে বড় বড় হাটবাজারে।

জানা গেছে, ছোট ছোট জাটকা ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫০ থেকে ৬০০ টাকায়, মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৭০০ থেকে ১০০০ টাকায় এবং ১ কেজি ওজনের ডিমওয়ালা মা ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে সাড়ে ১২০০ টাকায়, আর একজির উপরের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ টাকা থেকে ১৭০০ টাকা দরে। তবে, প্রতিটি ইলিশ মাছের পেটে রয়েছে ডিম।

জানতে চাইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ বলেন, মৎস্য রক্ষায় আমরা অবিরাম কাজ করে যাচ্ছি। গত কয়েক দিনের অভিযানে বিপুল পরিমাণ ইলিশ মাছ আটক করা হয়েছে। আটক করা হয়েছে একাধিক জেলেকে। আর্থিক জরিমানা করা হয়েছে অনেক জেলেদের। তার পরেও কিছু অসাধূ জেলে ইলিশ মাছ ধরছে। তবে দেশী জেলেদের থেকে বেপরোয়া ভারতীয় জেলেরা।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মায় একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া, জেলেদের সচেতন করা হচ্ছে।

আরএইচএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,