For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

হবিগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

Published : Thursday, 26 October, 2023 at 10:20 PM Count : 158

হবিগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়ি ও ননদসহ পাঁচজনের মৃত্যুদ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. জাহিদুল হক এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের হরমুজ আলীর ছেলে মোঃ রাসেল মিয়া (২৫), নিহতের ভাসুর মোঃ কাউছার মিয়া (৩২), শাশুড়ি তাহেরা বেগম (৫০), ননদ হোছনা বেগম (২০) ও জা রোজি বেগম (২৭)। রায় ঘোষনার সময় কাউছার মিয়া ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সনের ১৫ সেপ্টেম্বর রাসেল মিয়ার স্ত্রী আয়েশা স্বামীর বাড়িতে নির্যাতনে খুন হন। এ ঘটনায় তার (আয়েশা) বাবা আব্দুস সাত্তার মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। পরে বৃহস্পতিবার এ আদালতে রায় ঘোষনা করা হয়। 

এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল মনসুর বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচজনকে মৃত্যুদন্ড দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট, এ রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হয়েছে।
এসএমআর/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,