For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'২৮ অক্টোবর নিয়ে কোন শঙ্কা নেই'

Published : Thursday, 26 October, 2023 at 3:36 PM Count : 224

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, '২৮ অক্টোবর স্বাভাবিক দিনের মতোই যাবে, এ নিয়ে কোন শঙ্কা নেই। আমরা আমাদের কাজ করছি। প্রকৃতির নিয়মে ২৭ অক্টোবরের পর ২৮ অক্টোবর, এরপর ২৯, ৩০ অক্টোবর দিনের পর দিন আসবে, কোনো শক্তির ক্ষমতা নেই দিনকে আটকাবার।'

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জেশান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে দ্বিতল কমিউনিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় এ ভবন নির্মিত হচ্ছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'মানুষ যেভাবে তাদের দৈনন্দিন কাজ করছে, করবে। এটা খুব সাধারণ ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই। এই যে ভন্ডুল করে দিব, থাকতে দিব না এসব অবৈধ কাজে আমরা নেই।'
তিনি বলেন, 'কারো কথায় কান দেয়ার কিছু নেই। তাদের কাজ তারা করুক। আমাদের কাজ আমরাই করব। আমাদের কাজ এখন উন্নয়ন করা। জনগণের পাশে থাকা। এই বাংলাদেশকে আমরা আধুনিক করব, উন্নত করব৷ জনগণের সার্বিক উন্নয়ন করব এটাই আমাদের কাজ৷'

তিনি আরও বলেন, 'কোন দল কি দখল করবে সে দিকে আমাদের মোটেও আগ্রহ নেই৷ তবে সম্পত্তির মালিক আমরা৷ বাংলাদেশ নামক সম্পত্তির মালিক বাংলাদেশের মানুষ। যদি কেউ জানমালের ক্ষতি করতে চায়, ভাংচুর করতে চায়, বাঁধা দিতে চায় তাহলে সবাই মিলে আমরা মোকাবেলা করব।'

মন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। গত কয়েক বছরে যে উন্নয়ন হয়েছে এর আগে এত উন্নয়ন দেখেননি দেশের মানুষ। পুরো দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। তাই দেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।'

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা, সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক জিয়াউল হক, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ ও উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিতসহ প্রমুখ৷

-এসএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,