For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মধুপুর-ধনবাড়ীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

Published : Tuesday, 24 October, 2023 at 7:38 PM Count : 276

টাঙ্গাইলেমধুপুরধনবাড়ী উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জন উপলক্ষে মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলার প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে হাজারো মানুষের ঢল নামে।

মঙ্গলবার বিকেলে বিজয়া দশমীতে মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলায় প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

মধুপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, শুধুমাত্র মধুপুরের বংশাই নদীতেই নয় বিভিন্ন বড় বড় দিঘি এবং পুকুরে উপজেলার পৌরসভা এলাকা ও বিভিন্ন ইউনিয়নের মোট ৫৩টি প্রতিমা বিসর্জন দেয়া হয়।

এছাড়া, একই সময়ে পাশের ধনবাড়ী উপজেলার ঝিনাই ও বংশাই নদীতে ও বড় বড় পুকুরে মোট ৩৭টি প্রতিমা পৃথক পৃথক স্থানে বিসর্জন দেয়া হয়।
বানিয়াজান স্বর্গীয় খগেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের বহির্বাটি সর্বজনীন পূজা মন্দিরে পূজা দেখতে আসা দর্শণার্থী কবিতা দাস, সৃষ্টি, তরি ঘোষ ও তিথি ঘোষ জানান, আমরা প্রতি বছরই এই ধর্মীয় উৎসব উদযাপন করে থাকি। এবারের পূজায় গতবারের চেয়ে আনন্দ বেশী করেছি। আমরা দেবী দুর্গা মায়ের কাছে আর্শীবাদ করেছি যেন আমরা হিন্দু বাঙ্গালীসহ সকল ধর্মের লোকজন ভালো থাকতে পারি সেই সঙ্গে মা যেন সকলের সহায় হোন এটাই মায়ের কাছে প্রত্যাশা করেছি।

ধনবাড়ী পৌর শহরের চালাষ ভদ্রবাড়ী সর্বজনীন পূজা মন্ডপের হিন্দু নেতা বিপুল রায় ও অপু ভদ্র জানান, এবার মা দুর্গা এসেছেন হাতির পিঠে চড়ে। যাচ্ছেন নৌকায় চড়ে। এ বছর পুলিশ, আনসার ও সকলের সহযোগীতায় খুবই সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব সমাপ্তি করেছি। 

বানিয়াজান স্বর্গীয় খগেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের বহির্বাটি সর্বজনীন পূজা মন্ডপের সভাপতি স্বপন কুমার ঘোষ জানান, দুর্গোৎসব চলাকালে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ধনবাড়ীসহ মধুপুরের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পূজা উদযাপন করতে পেরেছি এতে আমরা আনন্দিত। এ জন্য আমরা উপজেলা প্রশাসন ও ধনবাড়ী থানা প্রশাসনসহ পূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।

ধনবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভপতি তাপস কুমার দেব জানান, এ বছর ধনবাড়ী উপজেলায় ৩৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হয়েছে। ধনবাড়ী উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগীতায় পূজা অনুষ্ঠান সমাপ্তি হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন জানান, ধনবাড়ী উপজেলায় ৩৭টি মন্ডপের প্রতিমা যথাসময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুবই ভাবগার্ম্ভীযের মধ্য দিয়ে পুলিশ ও আনসার বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে বিসর্জন দেওয়া হয়েছে।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,