For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাফারী পার্কে জেব্রা, কমন ইল্যান্ড, নীলগাই পরিবারে নতুন অতিথি

Published : Monday, 23 October, 2023 at 8:55 PM Count : 215

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আবারও বেশ কয়েকটি প্রজাতির পরিবারে নতুন অতিথির জন্ম হয়েছে। গত বেশ কিছু দিন পূর্বে এ প্রাণীগুলোর জন্ম হলেও শাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাফারী পার্ক কর্তৃপক্ষ সোমবার প্রাণীগুলোর জন্মের তথ্য প্রকাশ করেন।

জেব্রা পরিবারে দুই অতিথি
গাজীপুরে সাফারী পার্কে জেব্রা পরিবারে নতুন দুই অতিথির জন্ম হয়েছে। নতুন অতিথি নিয়ে পার্কে জেব্রার সংখ্যা ২৯টিতে দাড়ালো। এর মধ্যে ১৬টি পুরুষ ও ১৩টি মাদী। পার্ক কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, গত ০৫ সেপ্টেম্বর একটি ও ১৩ সেপ্টেম্বর একটি শাবকের জন্ম হয়। জন্মের পর থেকে শাবকগুলো এখনো সুস্থ আছে। 

দ্বিতীয়বারের মতো শাবকের জন্ম দিলো কমন ইল্যান্ড
সাফারী পার্কে আফ্রিকান প্রাণী কমন ইল্যান্ড পরিবারেও নতুন শাবকের জন্ম হয়েছে। গত ০৯ অগাস্ট এ প্রাণীর জন্ম হয়। এ প্রাণীর আচরণ অনুযায়ী শাবকের জন্ম হলেও নির্দিষ্ট সময়কাল পর্যন্ত মা প্রাণীটি শাবককে ঝোঁপের আড়ালে রাখে নিরাপত্তার জন্য। শাবকটি হাঁটা চলা শেখার পর মায়ের সঙ্গে সে বাইরে বেরিয়ে আসে।  

সাফারী পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, কমল ইল্যান্ড এন্টিলুপ প্রজাতির আফ্রিকান প্রাণী। আফ্রিকা মহাদেশেই মূলত এদের বিচরণ। একটি মাদী কমন ইল্যান্ড প্রাপ্ত বয়স্ক পর্যন্ত ওজন হয় ৩০০-৬০০ কেজি। পুরুষের ওজন হয় ৪০০-৯০০ পর্যন্ত হয়। এদের দেহের দৈর্ঘ্য মাদীর ক্ষেত্রে ৮০-১১০ ইঞ্চি ও পুরুষের ৯৪-১৩৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা মূলত তৃণভোজী ।
সাফারী পার্ক প্রতিষ্ঠার পর ২০১৫ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে একটি পুরুষ ও একটি মাদী কমন ইল্যান্ড আনা হয়। পরে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারী এ পরিবারে প্রথমবারের মতো সাফারী পার্কে শাবকের জন্ম দেয়। বর্তমানে পার্কে নতুন শাবক নিয়ে কমন ইল্যান্ড পরিবারের সংখ্যা চারে দাঁড়ালো। যার মধ্যে দুটি পুরুষ ও দুটি মাদী।

আবারও জোড়া শাবকের জন্ম দিল নীলগাই
এক সময়ে আমাদের বনাঞ্চল অবাধ বিচরণ করা নীলগাই প্রায় ৮০ বছর আগে প্রকৃতি থেকে হারিয়ে যায়। বর্তমানে এ প্রাণীটি বিলুপ্ত। ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া বেশ কয়েকটি নীলগাই উদ্ধার করে স্থান দেয়া হয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে। সেখান থেকেই এখন জন্ম হচ্ছে নতুন অতিথির। গত ০৭ অক্টোবর এ পার্কের প্রাকৃতিক পরিবেশে একটি মাদী নীলগাই দুটি শাবকের জন্ম দেয়। এর আগে ২০২১ সালের অগাস্টে প্রথমবারের মতো দুটি শাবকের জন্ম হয়েছিল। নতুন শাবক নিয়ে পার্কের নীলগাই পরিবারের সদস্য সংখ্যা আটটিতে দাঁড়ালো। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বলেন, পরিবেশ অনুকূলে থাকায় ও সঠিক পরিচর্যায় নিয়মিত প্রাণীর জন্ম হচ্ছে পার্কে। প্রতিটি প্রাণী শাবকের জন্মের পর আমরা বিশেষ নজরদারী করে থাকি। মা ও শাবকের পুষ্টির কথা বিবেচনায় আমরা বিশেষ খাবারও পরিবেশন করি। নতুন শাবকগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে। মায়ের সঙ্গে ঘুরছে আপন মনেই। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাফারী পার্কে প্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করেছি। সঠিক খাবার ও পরিবেশ অনুকূলে থাকায় বিভিন্ন প্রজাতির প্রাণী হতে নিয়মিত শাবকের জন্ম হচ্ছে। দেশী বিদেশী নানা প্রাণীর সমাহার থাকায় দর্শণার্থীদের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে এখন পার্কটি। 

তিনি আরও বলেন, একটি ভালো খবর হলো আমাদের জেব্রা পরিবারে যে ক্ষতি অতীতে হয়েছিল সে সংখ্যাটা আমরা কাটিয়ে উঠেছি।

-এফএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,