For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

Published : Monday, 23 October, 2023 at 6:22 PM Count : 212

মানিকগঞ্জে ব্যবসায়ী মো. আলম হোসেন (৩৫) হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জ্যাইল্যা গ্রামের শাহীনুর রহমান, একই উপজেলার দাসেরহাটি এলাকার লিটন, একই গ্রামের রিপন ও দক্ষিণ চারিগ্রাম এলাকার উজ্জ্বল।

তাদের মধ্যে আসামি শাহীনুর ও লিটন রায় প্রচারের সময় আদালতে উপস্থিত ছিলেন। রিপন ও উজ্জ্বল পলাতক।
একই মামলার আসামি শহীদুল ইসলামের নিকট থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও তা প্রমাণ হওয়ায় তাকেও দুই বছরের কারাদণ্ড দেন আদালতের বিচারক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২ অক্টোবর রাত ১০টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার সময় উপজেলার দাসেরহাটি এলাকায় খুন হন আলম হোসেন। সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকার মৃত মালু বেপারীর ছেলে আলম হোসেন চারিগ্রাম বাজারের টেইলার্স ব্যবসায়ী ছিলেন।

খুন হওয়ার পর আলমের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। ঘটনার পর দিন ভোরে ব্রিজের পাশে আলমের লাশ দেখে বাড়িতে খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন সিংগাইর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান দেওয়ান মাজহারুল হক।

এরপর যশোরের ঝিকরগাছা থেকে আসামী শহিদুল ইসলামের নিকট থেকে আলমের মোটরসাইকেল উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক এক করে গ্রেফতার হয় মামলার সকল আসামিকে। ভিকটিম আলম হোসেনের মোটরসাইকেল চুরির পরিকল্পনা থেকে এই হত্যাকাণ্ড ঘটে বলে আদালতে জবানবন্দি দেন আসামিরা।

২০০৬ সালের ৩১ অগাস্ট পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সিংগাইর থানার তৎকালীন এসআই মো. আইয়ুব খান। বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে মামলার তিন জন আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই মামলায় পলাতক রয়েছেন আরও দুই জন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মেজবাউল হক মেজবা ও আইনজীবী খলিলুর রহমান।

-এএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,