For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাটে হত্যা মামলায় পিতা পুত্রের যাবজ্জীবন

Published : Thursday, 19 October, 2023 at 4:36 PM Count : 231

জয়পুরহাট সদরের জিতারপুরে আলী আহম্মেদ  হত্যা মামলায় পিতা ও পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেকের ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র  বিচারক মোঃ নূর ইসলাম আসামীদের অনুপস্থিতিতে  এ রায় ঘোষণা করেন ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার জিতারপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মতলেব ও তার ছেলে বাবু।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারী  সন্ধ্যা সোয়া ৬টায় জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামে আলী আহম্মেদ বাড়িতে ছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে নারী ও পুরুষ অভিযুক্তরা আলী আহম্মেদকে রড, লাঠি ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।  পরে গুরুতর আহত অবস্থায় আলী আহম্মেদকে জয়পুরহাট আধুনিক জেলা  হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারী সদর থানায় চার জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি নৃপেন্দ্র নাথ মন্ডল জানান, এ মামলায় জয়পুরহাট সদর থানার তৎকালীন  উপপরিদর্শক (এসআই) এবিএম মেহেদী হাসান ওই বছরের ৩০ এপ্রিল চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানী শেষে এ রায় দেন আদালত। মামলায় ১৩ জনের স্বাক্ষী গ্রহন করা হয়।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আফজাল হোসেন।

এসআইএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,