For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

২ যুগেও সংস্কার হয়নি স্টিল ব্রিজ, ভেঙ্গে পড়ার আতঙ্কে এলাকাবাসী

Published : Wednesday, 18 October, 2023 at 5:18 PM Count : 352

উত্তর চরবংশী ও  চরমোহনা এবং দক্ষিন চরবংশী ইউনিয়নের সংযোগস্থল ডাকাতিয়া নদীর উপর এলজিইডি নির্মিত স্টিল ব্রিজের দুই যুগেও হয়নি সংস্কার কার্যক্রম। এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে চলাচলরত স্থানীয়রা। 

ব্রীজের পাত পিছলে যেয়ে প্রায় দুর্ঘটনা ঘটেছে। গবাদি পশু বিক্রয় হাট, মৎস্য আড়ৎ ও সয়াবিন ও সুপারির বড় বাজার থাকায় বড় বড় ট্রাক-পিকাপ প্রতিনিয়ত চলাচল করতে হয়। 

লক্ষ্মীপুরে যাওয়ার একমাত্র স্থায়ী সড়ক ও রায়পুর উপজেলার উভয় চরবংশী ইউনিয়ন থেকে লক্ষ্মীপুর সদরে যাওয়ার একমাত্র সেতু হচ্ছে এই স্টিল ব্রিজটি।

সেতুটি উদ্বোধন হয় ১৯৯৭ সালে সাবেক (আ.লীগ )এমপি হারুনুর রশিদ এই ব্রীজটি উদ্বোধন করেন। 
৮নং দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী বলেন , খেয়া ঘাটের স্থলে সাময়িক সময়ের জন্য স্টিল ব্রীজ থাকবে জানানো হয়েছিলো ।

পরে এটি ভেঙে বড় ও চওড়া করে সেতু তৈরি করা হবে আশ্বাস দেয়া হয়েছিলো, কিন্তু দুই যুগের বেশি হয়ে গেছে এখনও এই ভাবেই রয়ে গেছে।

সেতুটির ভেঙে গিয়েছে দুই পাশের সিমেন্ট দিয়ে তৈরি করা সাইট গার্ডার, নাটবল্টু হয়ে গেছে জরাজীর্ণ, স্টীলগুলো অনেকটা নড়বড়ে হয়ে গেছে, স্টিলের পাত পিচ্ছিল হয়ে গিয়েছে, পলেস্তার খসে পড়ে রডগুলো বের হয়ে গিয়েছে । 

নেশাগ্রস্থ চোরেরা রডগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে রাতের আঁধারে। সেতুটি এতোই সরু যে একটা সিএনজি ঢুকলে সেটি বাহির না হওয়া পর্যন্ত অন্য একটা সিএনজি ও রিকশা ডুকতে পারে না, কবে হবে এটার সংস্কার তা কেউ জানেনা। 

সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অনুরোধ করছি এটা ভেঙ্গে এখানে নতুন করে আবারও একটা ইট-পাথর এর সেতু তৈরি করা হয়। 

রায়পুর উপজেলা প্রকৌশলী সুমন মুন্সী জানান, ২ যুগেরও বেশী সময় স্টিল ব্রীজটি সংস্কার না হওয়ায় আমরাও উদ্বিগ্ন আছি। কারন এসব ব্রীজে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সুপার-বি প্রজেক্টে আমরা অন্তর্ভূক্ত করেছি। আমাদের একটি টিম সয়েল টেষ্ট করছেন। রিপোর্ট পাওয়ার পরেই ব্রীজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে।ব্রীজটি কত মিটার এবং কত টাকা ব্যায়ে করা হয়েছিলো সেই তথ্য আমাদের অফিসে নেই।

লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন , আমার পূর্বে অনেক এমপি দায়িত্বে ছিলেন। তারা বিষয়টি নিয়ে কাজ করলে স্টিল ব্রীজ পাঁকা সেতু হতো আরো আগেই। বর্তমানে একটি প্রজেক্টে অন্তর্ভূক্ত করেছি। ব্রীজের সম্ভ্যাবতা যাচাই হলেই সেতু নির্মাণ পক্রিয়া শুরু হবে। 

এমইউ/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,