For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র'

Published : Tuesday, 17 October, 2023 at 10:25 PM Count : 198

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী আফরিন আখতার বলেছেন, 'কথিত নির্বাচন নয় বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সবার অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।'

কক্সবাজারেউখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আফরিন আখতার বলেন, 'যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বহুমুখী সম্পর্ক বিদ্যমান রয়েছে। যার মধ্যে রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি, বাণিজ্য এবং বিনিয়োগে দীর্ঘস্থায়ী উন্নয়নের অংশীদার। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র সবসময় বলে আসছে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সবার অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে।'

তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। একইসঙ্গে যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্হায়ী সমাধানও চায়। কিন্তু মিয়ানমারে এখনো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হয়নি। মিয়ানমার সরকার সেখানে কোনো মানবাধিকার গ্রুপকে প্রবেশ করতে দেয়না।'
আফরিন আখতার বলেন, 'রোহিঙ্গাদের কোনোমতেই জোর করে মিয়ানমারে পাঠানো যাবেনা। কারণ মিয়ানমারের রাখাইন ষ্টেটে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি। ওখানে এখনো সামরিক দাঙ্গা চলছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের পছন্দমতো গ্রামে বসতি স্হাপন করতে দিচ্ছে না। সেখানে রোহিঙ্গাদের ক্যাম্পে মানবিক সহায়তা পাঠানোর অনুমোদন দিচ্ছে না। তাই আমি মনে করি না এটা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত সময়।'

তিনি বলেন, 'বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্হায়ী সমাধান এবং স্বল্প মেয়াদে মানবিক সহায়তা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।'

সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী আফরিন আখতার সকালে ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসেন। 

এ সময় তাঁর সঙ্গে ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার শামশুদোহাসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আফরিন আখতার।

-এফআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,