For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রঙতুলির কারুকাজে চলছে লোহাগাড়ায় দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি

Published : Tuesday, 17 October, 2023 at 2:28 PM Count : 172


সারাদেশের মত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুজামন্ডপগুলোতে রঙতুলির কারুকাজে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি চলছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সবচেয়ে জাঁকজমকপূর্ণ হয় এই আয়োজন। তাই প্রস্তুতিও চলে বেশ ঘটা করে। 

মঙ্গলবার উপজেলার পদুয়া গুপ্তবাড়ি ও বাসুদেব মন্দিরে গিয়ে দেখা যায়, রঙতুলির আলপনা আর কারুকাজে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এছাড়া পূজামণ্ডপগুলোর আশপাশের এলাকাও সাজাতে ব্যস্ত সংশ্লিষ্টরা। 
প্রতিমা নিয়ে কাজ করা শিল্পীরা বলেন, ২০ অক্টোবর থেকে পূজা শুরু হবে। শিগগিরই কাজ শেষ করতে হবে। এটা করতে অন্যরকম ভালো লাগা কাজ করে। 

ব্যস্ত সময় হলেও বেশ উপভোগ করেন বলেও জানান তারা। দেখা গেছে, উত্তর আমিরাবাদ কালী মন্দিরে ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ।

তবে এখনও রঙ করা বাকি। আজকেই রঙয়ের কাজ শুরু হবে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি। ষষ্ঠী পূজার আগেই সব কাজ শেষ হবে বলেও তিনি জানান। 

পদুয়া বাসুদেব মন্দির কমিটির সভাপতি নয়ন দাশ জানিয়েছেন,পূজার প্রস্তুতি প্রায় শেষ। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।

আশা করি ভালো একটা পূজা উৎসব হবে। লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: রিটন দাশ জানিয়েছেন, “লোহাগাড়ায় আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে ব্যাপক প্রস্তুুতি নেওয়া হয়েছে।

নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দিয়েছে প্রশাসন । আশা করি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব শেষ হবে।

লোহাগাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রতিটি পূজা মণ্ডপের কমিটিতে সব ধর্মের মানুষকে সম্পৃক্ত করা হয়েছে। ধর্মীয় সঙ্গীতের বাইরে অকারণে উচ্চস্বরে মাইক ও সাউন্ডবক্স বাজানোর ক্ষেত্রে সচেতন থাকতে হবে।‌ এছাড়া পুজোর আগে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

মাদক সেবন করে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।” এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরিফ উল্যাহ বলেন, “আমরা চাই সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসবটি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। এবারের দুর্গা পূজায় গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে পূজা অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে এবং কঠোর মনিটরিং করছে।

এমইউ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,