For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে ভুট্টার বাম্পার ফলন

Published : Friday, 13 October, 2023 at 8:45 PM Count : 254

রাজশাহীতে এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভুট্টার ভালো চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা। কম খরচে অধিক লাভজনক হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন। ভুট্টার বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় আগামীতে দ্বিগুণ ভুট্টা চাষের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।

চাষিরা বলছেন, এবার প্রতি মণ কাঁচা ভুট্টা ৯০০ টাকা এবং শুকনা ভুট্টা ১১০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলনও ভালো হয়েছে। সবমিলিয়ে তারা খুশি।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলার নয়টি উপজেলা ও মহানগরীর দুটি থানায় এবার ১৬ হাজার ৫৯৩ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৬৪৬ মেট্রিক টন। অল্প খরচে ও অল্প সময়ে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় কৃষক গম কাটার পরে খরিপ মৌসুমেও ভুট্টা লাগিয়েছেন। কৃষকদের চাষাবাদের তালিকায় উচ্চ ফলনশীল ভুট্টার জাত এনএইচ-৭৭২০, এনকে-৯৪০, সুপার সাইন-২৭৪০ ও এম গোল্ড-৯০০ বেশি রয়েছে।

কৃষি বিভাগের মতে, দেশে ভুট্টার মৌসুম দুটি। একটি রবি মৌসুম ও আরেকটি খরিপ মৌসুম। রবি মৌসুমে রাজশাহী অঞ্চলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভুট্টার বীজ বপণ করা হয়। খরিপ মৌসুমে এই অঞ্চলে মার্চ থেকে জুন পর্যন্ত ভুট্টার বীজ বপণ করা হয়। বীজ বপণের পর ভুট্টা পেতে সময় লাগে প্রায় চার মাসের মতো। ভুট্টার বিঘাপ্রতি ফলন হয় ২২ থেকে ২৫ মণের মত। এবারও আবহওয়া ভালো থাকায় ২২ মণের উপরেই ফলন হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর সবচেয়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে বাগমারাতে। তিন হাজার ৭১১ হেক্টর জমিতে ভুট্টার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪ হাজার ৩১১ মেট্রিক টন। এছাড়া পুঠিয়াতে আবাদ হয়েছে তিন হাজার ৩৮০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার ৩২ মেট্রিক টন।

গোদাগাড়ীতে তিন হাজার ৩০৫ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪ হাজার ১২৭ মেট্রিক টন। পবাতে দুই হাজার ২২০ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৬৪২ মেট্রিক টন। চারঘাটে এক হাজার ৮৮৬ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ২৬৫ মেট্র্রিক টন। বাঘায় ৯৫২ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ১৪০ মেট্রিক টন। দুর্গাপুরে ৮১৭ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার ২৬৪ মেট্রিক টন।

মোহনপুরে ১৭৩ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ৩০৪ মেট্রিক টন। তানোরে ৩২ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০৬ মেট্রিক টন। এছাড়া মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় ২৬ হেক্টর জমিতে ১৭৪ মেট্রিক টন ও মতিহারে ১১ হেক্টর জমিতে ৮১ মেট্রিক টন ভুট্টার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ভুট্টা চাষি ইউসুফ আলী বলেন, প্রায় আট থেকে নয় বছর আগে থেকে অল্প অল্প করে ভুট্টার আবাদ শুরু করি। লাভজনক হওয়ায় সময়ের ব্যবধানে চাষের জমির পরিধি বাড়িয়েছি। বাজারে ভুট্টার ভালো দাম পাওয়ায় খুশি।

বাঘা উপজেলার চাষি আবদুল মোতালেব বলেন, চরের মাটি বেলেযুক্ত। পানি ধরে রাখতে পারে না। ফসলের জমিতে পানি দিতে না পারলে ফসল ভালো হয় না। তবে ভুট্টার জমিতে খুব একটা সেচের প্রয়োজন হয় না। ধানের তুলনায় এ ফসল চাষ করাও অনেকটা সহজ। এ কারণেই আমি বছরে দুই বার ভুট্টার আবাদ করি।

তিনি আরও বলেন, প্রতি বিঘার বিপরীতে ভুট্টা চাষে খরচ হয়েছে ১৭ হাজার টাকা। এর মধ্যে বীজ, সার, পানি, জমি প্রস্তুত, লাগানো, শ্রমিক মজুরি, কাটা-মাড়াইসহ আনুষাঙ্গিক খরচ রয়েছে। প্রতি বিঘায় ২০ মণ করে ফলন হয়েছে। দাম ও উৎপাদন ভালো হওয়ায় খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন বলেন, ভুট্টার ফলন ও চাহিদা দুটিই ভালো। এ কারণে ফসলটির আবাদ দিন দিন বাড়ছে।

-আরএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,