For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

Published : Friday, 13 October, 2023 at 3:36 PM Count : 264

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের তৃতীয় চালান এসে পৌঁছেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পের অভ্যন্তরে।

শুক্রবার সকালে সড়কপথে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কান্তি কুমার মদক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম চালান আনার দুই সপ্তাহের মধ্যে তৃতীয় চালান রূপপুর এসেছে। গতকাল বৃহস্পতিবার বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায় রূপপুরের জন্য আনা ইউরোনিয়াম। এরপর আজ শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রূপপুরে আনা হয়েছে। 

গেল ২৮ সেপ্টেম্বর বিকেলে রাশিয়া থেকে ঢাকায় আসার পরদিন ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ’ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে আনা হয়েছিল। গত সপ্তাহে শুক্রবার আনা হয় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। 
জানা গেছে, ইউরেনিয়ামের তৃতীয় চালানের গাড়িবহর ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও ঈশ্বরদীর দাশুড়িয়া মোড় হয়ে রূপপুর প্রকল্প এলাকার ভেতরে পৌঁছালে সকালে কর্মরত বাংলাদেশি ও রাশান কর্মীরা স্বাগত জানায়। এসময় সড়কপথে  নিরাপত্তা নিশ্চিত করা হয়।  

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমদানি করা পারমাণবিক জ্বালানি সড়কপথে রূপপুরে নেওয়া হয়। আরও চালান দেশে আসবে।

তিনি জানান, প্রথম চালান আসার পর রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি এরইমধ্যে পারমাণবিক স্থাপনায় উন্নীত হয়েছে। ৫ অক্টোবর রূপপুরে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে পারমাণবিক জ্বালানি সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আমদানি, পরিবহন ও রক্ষণাবেক্ষণসহ সবক্ষেত্রে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে।

কেএম/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,