For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মৎস্যজীবীদের পেটালো চেয়ারম্যানের ক্যাডার বাহিনী

Published : Wednesday, 11 October, 2023 at 5:09 PM Count : 545

নওগাঁমান্দায় একটি উন্মুক্ত বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দরিদ্র মৎস্যজীবীদের পিটিয়ে আহত করেছে কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর ক্যাডার বাহিনী। স্থানীয়রা আহত মৎস্যজীবীদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে বাধা দেয় চেয়ারম্যান ও তার লোকজন। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণপূর্বক আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। 

এ ঘটনায় মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৎস্যজীবীরা।

আহতরা হলেন, চককসবা গ্রামের সাহেব আলী মোল্লা (৫৫), লিটন প্রামাণিক (৪০), পলাশ কারিগর (১৮) ও আব্দুস ছালাম (৪৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নে অবস্থিত চককসবা বিলটি উন্মুক্ত বিল। এ বিলে মৎস্য শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আশপাশের ১২-১৪ গ্রামের মৎস্যজীবীরা। কিন্তু বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় মৎস্যজীবীদের বিলটিতে মাছ শিকারে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চককসবা গ্রামের ১০ জন জেলে মাছ ধরার জন্য সোমবার সন্ধ্যায় নৌকা নিয়ে বিলে যান। খবর পেয়ে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর নেতৃত্বে তার ক্যাডার বাহিনীর ২০-২৫ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে রাত ৯টার দিকে চককসবা মোড়ে আসেন। তারা সেখানে প্রকাশ্যে মদ্যপান করে নৌকা নিয়ে বিলে নেমে জেলেদের ধাওয়া দিলে জাল ফেলে পালিয়ে যান জেলেরা। সে সময় চেয়ারম্যান বাবুর ক্যাডার বাহিনী বিল থেকে জেলেদের জাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ভিন্ন খাতে নিতে মোটরসাইকেল পুড়িয়ে তার দায় জেলেদের ওপর চাপানোর চেষ্টা করছে চেয়ারম্যান বাবুর ক্যাডার বাহিনী। এরই জের ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দহপাড়া মোড়ে চেয়ারম্যান বাবুর ক্যাডার বাহিনীর মারধরে আহত হন ওই চার জেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক একই গ্রামের বাসিন্দারা বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান বাবুর চিহ্নিত ক্যাডার হাফেজ উদ্দিন, দুলাল হোসেন, আরিফ হোসেনসহ ৭-৮ জন বখাটে সন্ত্রাসী কায়দায় সাহেব আলী, লিটন প্রামাণিক, পলাশ কারিগর ও আবদুস সালামকে মারধর করে। এ সময় চেয়ারম্যান বাবু সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু মোবাইল ফোনে বলেন, ‘আমি ১০ মিনিট পরে কল দিচ্ছি’। এরপর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধারসহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী মৎস্যজীবীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, চককসবা একটি উন্মুক্ত বিল। বিলটি নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। ইউএনও'র সভাকক্ষে বসে সেটি নিরসন করে দেওয়া হয়েছে। উন্মুক্ত বিলে জেলেদের মাছ শিকারে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।

-এসএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,