For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'পূজায় আতশবাজি-ডিজে পার্টি বন্ধ থাকবে'

Published : Monday, 9 October, 2023 at 10:11 PM Count : 557

গোপালগঞ্জেকোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেছেন, 'সরকারি নির্দেশনা মেনে ধর্মীয় অনুষ্ঠান করতে হবে। কোনো দর্শণার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পূজায় কোনো প্রকার আতশবাজি ব্যবহার করা যাবে না, প্রতি দুর্গা মন্দিরে একটি রেজিষ্ট্রার থাকতে হবে। ডিজে পার্টি সম্পূর্ণ বন্ধ থাকবে।'

সোমবার উপজেলা পরিষদের হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, 'হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সব পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক, তাই প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। জাতীয় নির্বাচন আসন্ন। নির্বাচন পূর্ব পরিবেশ অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক গোষ্ঠী সক্রিয়। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা। পূজা সফল ভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজায় যাতে কোনো প্রকার আইন-শৃঙ্খলা বিঘ্ন না ঘটে তার জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক ভাবে কাজ করবে।'

তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষের বসবাস। সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা সৃষ্টিকারীরা কখনও দেশের ভালো চায় না। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।'
সভায় অন্যদের মাঝে পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা বলেন, 'জাতীয় নির্বাচনকে সামনে রেখে পূজা মণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। চলতি বছরে কোটালীপাড়া  উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।'

সে সময় উপজেলা চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক লীলা দাম, ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।

-এটি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,