For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মেঘনায় ট্রলারডুবি, আরও ২ জনের মরদেহ উদ্ধার

Published : Sunday, 8 October, 2023 at 6:34 PM Count : 234

মুন্সীগঞ্জনারায়ণগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় শিশুসহ দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার উদ্ধার অভিযানের তৃতীয় দিনে চাঁদপুরের মোহনপুর এলাকায় সকালে ভাসমান অবস্থায় শিশু জান্নাতুল মারোয়ার (৮) ও মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা নদী থেকে সাব্বির হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়।  

উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মো. ওবায়দুল করিম খান এ তথ্য জানান।

নিহত সাব্বির রংপুরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকতা করতেন। জান্নাতুল মারোয়ার গজারিয়ার দক্ষিণ ফুলদি এলাকায় কাজী বোরহানের মেয়ে। 
এদিকে, এ নিয়ে এ দুর্ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছে তিন শিশু। 

তারা হলেন, নিহত সুমনা আক্তারের দুই মেয়ে জান্নাতুল মাওয়া ও সাফা এবং নিহত সাব্বিরের ২২ মাস বয়সী শিশু ইমাদ।

এর আগে শনিবার মুন্সীগঞ্জ সদরের রমজান বেগ এলাকা থেকে নিখোঁজ সুমনা আক্তারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছিল।

গত শুক্রবার (০৬ অক্টোবর) ছুটির দিনে স্বজনরা মিলে গজারিয়া থেকে মুন্সীগঞ্জ-নারায়গঞ্জের সীমান্তবর্তী চরকিশোরগঞ্জে ট্রলারযোগে ঘুরতে যায় ১২ জন আত্মীয়। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় ফেরার পথে মেঘনা নদীর মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী স্থানে ঘটে এ দুর্ঘটনা। স্থানীয়দের সহযোগিতায় মফিজুল (৪০), তার খালা আকলিমা (৪৭), শিশু তিনা (৯), তাহিয়া (১০), সাফা (৪), যুবক রিয়াদ (২২) ও ট্রলারচালক রফিকুল সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় চার শিশুসহ অপর ছয় জন।

-এমএইচ/এমএ

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৬

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,