For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গফরগাঁওয়ে ভোটের হাওয়ায় এগিয়ে যিনি

Published : Sunday, 8 October, 2023 at 4:38 PM Count : 322

নব্বইয়ের দশক থেকে আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত রেখেছে গোলন্দাজ পরিবার। ১৫৫ ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও পাগলা) আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ও আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা বেশ মজবুত। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ সাতবার, মুসলিম লীগ, জাতীয় পার্টি ও বিএনপি একবার করে বিজয়ী হয়। এরমধ্যে নব্বইয়ের দশক থেকে ৫ টি জাতীয় সংসদ নির্বাচন ও ২ টি উপজেলা পরিষদের নির্বাচনে জয় লাভ করে গোলন্দাজ পরিবার। গোলন্দাজ পরিবারের উপর আস্থা ভোটারদের অবিকল্প বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

জানা যায়, ১৫৫ ময়মনসিংহ ১০ আসনটি সাবেক এমপি প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের নেতৃত্বে এই নব্বইয়ের দশক থেকে শুরু করে আজ-অব্দি আওয়ামী লীগের ভিত্তি মজবুত গোলন্দাজ পরিবারের জন্য। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে আলতাফ হোসেন গোলন্দাজ ৫৫ হাজার ২ শত ২৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফজলুর রহমান সুলতান ধানের শীষ প্রতীকে পান ৪১ হাজার ৮ শত ১২ ভোট। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আলতাফ হোসেন গোলন্দাজ নৌকা প্রতীকে ৭০ হাজার ৬ শত ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফজলুর রহমান সুলতান ধানের শীষ প্রতীকে পান ৪৫ হাজার ৪ শত ৬৪ ভোট। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আলতাফ হোসেন গোলন্দাজ নৌকা প্রতীকে ১ লাখ ৯ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ বি ছিদ্দিকুর রহমান ধানের শীষ প্রতীকে পান ৮৬ হাজার ৮ শত ৬২ ভোট। 

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ফাহমী গোলন্দাজ বাবেল নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম রিক্সা প্রতীকে তিনি পান মাত্র ৪ হাজার ১ শত ৮৪ ভোট। 
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের ফাহমী গোলন্দাজ বাবেল ২ লাখ ৮১ হাজার ২ শত ৩০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এলডিপির সৈয়দ মাহমুদ মোরশেদ ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র ৩ হাজার ১ শত ৭৫ ভোট। ১৯৯০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫ টি জাতীয় সংসদ নির্বাচন ও ২টি উপজেলা পরিষদ নির্বাচন মোট ৭ টি নির্বাচনের মধ্যে ৭ টি নির্বাচনেই বিজয়ী হয় গোলন্দাজ পরিবার থেকে।

উল্লেখ্য, গত ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিজয়ী হয়েছিলেন ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহাম্মেদ। গফরগাঁওয়ের রাজনীতিতে নবাগত প্রার্থী ক্যাপ্টেন (অব.) গিয়াসউদ্দিনকে নির্বাচনে বিজয়ী করতে গোলন্দাজ পরিবারের ছিল বিশেষ ভূমিকা। ওই বছর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। 

২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় গোলন্দাজ পরিবারের সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলকে নৌকার মনোনয়ন দেয়া হয়। রেকর্ডসংখ্যক ভোট পেয়ে ফাহমি গোলন্দাজ বাবেল এমপি নির্বাচিত হয়। ভোটারদের প্রত্যাশা তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবারও নৌকার মাঝি হবেন। গোলন্দাজ পরিবারের বিজয়ের ধারা বজায় রাখতে আবারও ভোট দিবেন ভোটাররা। 

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ১৫৫ ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে গোলন্দাজ পরিবারের বিকল্প নেই। ষষ্ঠ জাতীয় সংসদের বিএনপির প্রহসনের নির্বাচন ও নবম জাতীয় সংসদ নির্বাচন ছাড়া নব্বইয়ের দশক থেকে আজ অব্দি গোলন্দাজ পরিবার আওয়ামীলীগের জয়ের ধারা অব্যাহত রেখেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলন্দাজ পরিবারের বিকল্প নেই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি সাহেবের নেতৃত্বে ইতিমধ্যে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ উঠান বৈঠক, মতবিনিময় সভা, পথসভা, আলোচনা সভা করে সরকারের উন্নয়ন তুলে ধরে আবারও গোলন্দাজ পরিবার ও নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,