For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মেহেরপুরে আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে

Published : Wednesday, 4 October, 2023 at 12:23 PM Count : 276


জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে আগামী নির্বাচনে নৌকার প্রতীক না দেয়ার দাবিতে সমাবেশ করেছে আওয়ামী লীগের এক পক্ষ। পাল্টা প্রতিবাদে সমাবেশ করেছে অপর পক্ষ।
 
মঙ্গলবার রাতে পৌর কমিউনিটি সেন্টারে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বিপক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী। 

সমাবেশে অ্যাড. মিয়াজান আলী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন নেতাদের হাতে পায়ে ধরে ভোটের মাঠে নামিয়েছিলেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে তারা নৌকাকে জয়লাভ করেছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীত্বও দিয়েছে অথচ ক্ষমতায় যাওয়ার পর তিনি কথা মনে রাখেননি। বিজয়ের পর পরিবারতন্ত্র কায়েম করেছেন। মূল্যায়ন করেননি কোন নেতা-কর্মীকে। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পছন্দের মানুষ নৌকার মনোনয়ন না পাওয়ায় নৌকার বিপক্ষে ভোট করেছেন। এমনকি নৌকার প্রার্থীদের হারিয়ে তার পছন্দের প্রার্থীকে জিতিয়ে এনে দিয়েছেন। তাই আগামীতে আমরা তাকে আর নৌকার প্রার্থী দেখতে চায়নি। তাকে ছাড়া জেলার যে কোন নেতাকে নৌকার পক্ষে প্রার্থী করলে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রাার্থীকে বিজয়ী করবেন।
আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউদ্দীন বিশ্বাষ বলেন, ফরহাদ হোসেন যদি নৌকার প্রার্থী হয় তাহলে নৌকায় ভোট দেবনা। স্বয়ং প্রধানমন্ত্রীকেও বলে এসেছি। তাই সকলকে এ বিষযকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান তিনি। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সহসভাপতি অ্যাড. ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, জেলা শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম.এ.এস ইমন, পৌর চেয়ারম্যান ও জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এদিকে রাতে পাল্টা সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, যারা বিরোধিতা করছেন তাদের মেরুদন্ড শক্ত নয়। 

যখন যে সংসদ সদস্য নির্বাচিত হয় তাদেরই বিপক্ষে থাকে এ গ্রুপটি। তারা জন বিচ্ছিন্ন নেতা বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সকল নেতা-কর্মী তাদের সাথে আছেন। তাদের নিয়ে আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তিনি জানান।

যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন বলেন, যারা মন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিলেন তারা এক প্রকার মিথ্যাচার করেছেন। জেলা আওয়ামী লীগের সকল নেতা-কর্মী এখানে এক ছায়ার তলে আছে। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।   

এমআর/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,