For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

প্রতিপক্ষ পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দাবী স্বজনদের

বাবা-মায়ের সামনে অগ্নিদগ্ধ হয়ে নিহত দুই শিশু

Published : Wednesday, 4 October, 2023 at 10:28 AM Count : 218

ফেনীতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে প্রাণ গেল দুই শিশুর। পূর্ব বিরোধের জেরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী স্বজনদের। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এমতাবস্থায় বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন শিশুদের মা পলি আক্তার। অন্যদিকে বাবা রনি পাগল প্রায় পুত্র শোকে। 

চোখের সামনেই দুই শিশু সন্তান আগুনের ভিতর থেকে পিতা- মাতার কাছে বাঁচতে চেয়ে চিৎকার করলেও বাবা-মা কিছুই করতে পারেনি।।

স্থানীয়রা জানায়, শহরের মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ি রনি হোসেনের বাসায় মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আগুন লাগে। তাদের চিৎকারে আসেপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে।

তাদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে মাইদুল ইসলাম শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের উপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। 

পূর্ব বিরোধের জেরে পেট্রোল ঢেলে পাশের বাসার প্রতিপক্ষরা আগুন লাগিয়েছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের। 

নিহত দুই শিশুর পিতা রনি জানান, কিছুদিন আগে তাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার তাদের এক স্বজনের মৃতদেহ দাফন করতে গেলে তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের দেখে নেয়ার দফায় দফায় হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। 

আর আগুন নিভাতে আসা স্থানীয়রা জানান, আগুন নেভাতে গিয়ে ঘরটির প্রধান দরজার বাইরে থেকে রশি দিয়ে বেঁধে দেয়া ছিলো। এতে ধারনা করা হয়- হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দেয়ার পূর্বে যাতে ঘর থেকে কেউ বের হতে না পারে সেজন্য এমনটি করেছে।

স্থানীয়দের পাশাপাশি স্বজনদের এমন অভিযোগের বিষয়টি সুষ্ঠূ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। আগুনে পুড়ে দুই শিশু মৃত্যুর খবর শুনে ঘটনার পরপরই সেখানে যান মেয়র।

নিহত শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলো। তাদের মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এটি/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,