For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মোরেলগঞ্জে ৭৬ পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভাষ্কররা

Published : Monday, 2 October, 2023 at 5:20 PM Count : 360


বাগেরহাটে মোরেলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বত্রই সাজ সাজ রব, এবারে ৭৬ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গোৎসব। 

প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। প্রতিটি মন্ডে থাকছে সিসি ক্যামেরা। প্রতিমা তৈরিতে মাটির কাজে ব্যস্ত সময় পার করছেন ভাষ্ককরা।

জানাগেছে, এ বারে এ উপজেলায় ১৬টি ইউনিয়নসহ একটি পৌরসভায় ৭৬টি পূর্জা মন্ডপে শারর্দীয় দূগা পূজায় ইতোমধ্যে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরর মাটির কাজ করছেন ভাষ্ককরা। মূলত হিন্দু ধম্বাবলম্বীদের এ বড় উৎসব ২০ সেপ্টেম্বর দেবি দুর্গার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু পাঁচদিন ব্যাপী দশমী পূজার মধ্যে দিয়ে শেষ হবে। এবারে দুর্গা  দেবি আগামন ঘটকে গমন ও ঘটকে।
মোরেলগঞ্জ পৌর সদরে চারটি সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির, সাদক রামপ্রসাদ কালি মন্দির, সেরেস্তাদারবাড়ি নবারুন সংর্ঘ দূর্গা মন্দির, সোলমবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী শারর্দীয় দূর্গা মন্দিরসহ তেলিগাতি ইউনিয়নে তিনটি, পঞ্চকরণে চারটি, পুটিখালী একটি, দৈবজ্ঞহাটী তিনটি, রামচন্দ্রপুর পাঁচটি, চিংড়াখালী আটটি, হোগলাপাশা সাতটি, বনগ্রাম ১৫টি, বলইবুনিয়া চারটি,  হোগলাবুনিয়া একটি, বহরবুনিয়া পাঁচটি, জিউধরা ছয়টি, নিশানবাড়িয়ায় দুইটি, বারইখালী তিনটি, মোরেলগঞ্জ সদর দুইটি ও খাউলিয়া ইউনিয়নে চারটি পূজা মন্ডপে উৎসব মূখর পরিবেশে শারদীয় দূগা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবচেয়ে বনগ্রাম ইউনিয়নে ১৫টি দূর্গা মন্দিরে পূজা অণুষ্ঠিত হবে।

সরেজমিনে সোমবার সাদক রামপ্রসাদ কালি মন্দিরে দূর্গা প্রতিমা তৈরি মাটির কাজ করছেন ভাষ্কর সোমনাথ বৈদ্য তিনি জানান, এবারে প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত রং, জরী, ভারতীয় পেইন্ড, প্রতিমা তৈরির চুলসহ নানা সামগ্রী গত বছরের চেয়ে বাজার দর দাম বেড়েছে দ্বিগুন। তিনজন শ্রমীক নিয়ে কাজ করে যে টাকা  পাই তাতে পেুষিয়ে উঠতে কষ্ট হয়্। তারপরেও দীঘদিন ধরে প্রতিমা তৈরি এ ভাষ্করের কাজ করে নিজেকে আত্মতৃপ্তি মনে করি।

 দিকে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপাতি কাউন্সিল শাংকর কুমার রায় জানিয়েছেন, এ উপজেলায় ৭৬টি মন্ডপে সারম্বরে শারদীয় পূজা অনুষ্ঠিত হতে যাচ্চে। ইতোমধ্যে সমকল প্রস্তুতি  শেষের পথে। প্রতিটি মন্ডপে স্থানীয় স্বেচ্ছাসেবেক টিমসহ আগেভাগেই ভলানটিযার টিম কাজ করছেন। প্রশাসনেসর পক্ষ থেকেও কঠোর নিরাপপ্তা ব্যবস্থা করেছেন।   
 
থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাইদুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  সোমবার বিকেলে ৪ টায় জেলা পুলিশ সুপার মহোদয় মন্দিরের সভাপতি সম্পাদকরে সাথে মতবিনিময় সভা করবেন। পূজা উদযাপন ও মন্ডপগুলোর নিরাপত্তার প্রস্তুতির বিষয় আলাচনা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, শারদীয় দুর্গোৎসবে ঘিরে  কল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৯ তারিখে প্রতিটি পূজা মন্ডুপের সভাপতি সম্পাদককের সাথে প্রস্তুতি সভারও সিদ্ধান্ত গ্রহন হয়েছে।  

মন্ডপগুলো নিরাপত্তারজন্য ইতোমধ্যে প্রতিটি দূর্গা মন্ডপে সিসি ক্যামেরা, বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পূজার পূর্ব মুর্হুত থেকেই স্থানীয় স্বেচ্ছাসেবকটিম দল গঠন  করে  পাহারার ব্যবস্থাও রাখা হয়েছে। 

এসএমএস/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,