For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঝিনাইদহের রাবেয়া ক্লিনিকে মিললো মেয়াদোত্তীর্ণ রক্ত-গজ-ব্যান্ডেজ, ১ লাখ জরিমানা

Published : Sunday, 1 October, 2023 at 3:02 PM Count : 326


ঝিনাইদহের বেসরকারী রাবেয়া ক্লিনিকে জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালনা করেছে । পৌর শহরের আরাপপুরে অবস্থিত প্রতিষ্ঠানে এ অভিযানে মেলে মেয়াদউত্তীর্ণ রক্ত-গজ-ব্যান্ডেজ । এসময় অনিয়মের অভিযোগে ক্লিনিকের মালিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করে ভ্রাম্যমান আদালত ।

গোপন সূত্রে খবররের ভিত্তিতে এ অভিযানের নেতৃত্ব প্রদান করে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এস এম নুরুন্নবী।

স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে আমরা রাবেয়া ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে আসছিলাম । একপর্যায়ে শনিবার এ অভিযান পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায় । রাবেয়া ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারে দীর্ঘদিন যাবত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। 
তারা মেয়াদোত্তীর্ণ রক্ত, গজ, ব্যান্ডেজ এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জামাদি ব্যবহার ও বিক্রয় করে আসছে। ফলে জনসাধারনের স্বাস্থ্য  নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এস এম নুরুন্নবী এ প্রসঙ্গে বলেন, আমাদের কাছে যে তথ্য ছিল তা প্রমান মিলেছে । এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । রাবেয়া ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক মো: মেহেদী হাসান (২৫)কে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে টাকা জমা করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে ।

এসএম/এমবি 

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,