For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৩ যুগ ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কৃষি ব্যাংকিং কার্যক্রম

Published : Monday, 25 September, 2023 at 4:51 PM Count : 236

বাগেরহাটেমোরেলগঞ্জ পৌরসভার প্রাণ কেন্দ্রে তিন যুগ ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কৃষি ব্যাংকের সকল কার্যক্রম। যেকোনো সময় ভবন ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।  

জানা যায়, ব্রিটিশ শাসন আমলে নির্মাণাধীন উপজেলার জমিদার জিতেন্দ্র নাথ দাসের দ্বিতল বাসভবনের জরাজীর্ণ পুরাতন ভবনের তিনটি কক্ষে ১৯৭৬ সালে শুরু হয় বাংলাদেশ কৃষি ব্যাংক মোরেলগঞ্জ শাখার কার্যক্রম। এ শাখায় গ্রাহক সংখ্যা প্রায় ১৬ হাজার। বর্তমানে কর্মরত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিলন কুমার লস্করসহ প্রিন্সিপাল অফিসার তিন জন, সেকেন্ড অফিসার একজন, ফিল্ড অফিসার তিন জন, অফিসার (ক্যাশিয়ার) একজন ও নিরাপত্তা প্রহরী রয়েছেন তিন জন।

২০১৯ সালে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি অবহিত এবং স্থান পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।

ইংরেজ শাসন আমলে জমিদারি প্রথা পরিচালনার জন্য নির্মিত এ ভবনটি এখন জরাজীর্ণ হয়ে ইট, সুরকি, পলেস্তরা খসে পড়ে এ পর্যন্ত শতাধিক গ্রাহকসহ ৮-১০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। বৃষ্টি হলে ছাদ থেকে পানি চুঁইয়ে চুঁইয়ে পড়ে। জরাজীর্ণ ভবনের মধ্যে মাঝে মাঝে বিষধর সাপও দেখতে পাওয়া যায়। দিনের বেলায় বিদুৎতের আলো জ্বালিয়ে সেবা দিতে হচ্ছে গ্রাহকদের। এদিকে নাজুক ভবনটির সাধারণ গ্রাহকরা ব্যাংকের ভেতরে প্রবেশ করতে ভয় পায়। আতংক নিয়ে ব্যাংকের কাজ শেষ করে দ্রুত বেরিয়ে যাচ্ছেন গ্রাহকরা।
ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহক তানিয়া আক্তার বলেন, এ ব্যাংক থেকে কৃষি লোন নিয়েছি। ছয় বছর ধরে লোন পরিশোধ করতে ব্যাংকে আসতে হয়। ব্যাংকে ঢুকে সার্বক্ষমণিক ভয়ে থাকি। যেকোনো সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি নিজেও ঝুঁকির মধ্যে রয়েছেন জানিয়ে ব্যাংকটির মোরেলগঞ্জ শাখার ব্যবস্থাপক মিলন কুমার লস্কর বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বক্তব্য দেওয়া সম্ভব নয়।
 
-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,