For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভাগ্য ফেরাতে মালয়েশিয়া গিয়ে লাশ হলো মিঠু

Published : Sunday, 24 September, 2023 at 9:08 PM Count : 259

আদম দালালের প্রলোভনে পড়ে ভাগ্য ফেরাতে এনজিওসহ স্বজনদের কাছ থেকে ঋণ করে মালয়েশিয়া গিয়েছিলেন নাটোরেবড়াইগ্রামের মালিপাড়া গ্রামের দরিদ্র ভ্যানচালক নজরুল ইসলাম মিঠু (২৬)। কিন্তু চাকরি নামের সোনার হরিণ ধরতে না পেরে অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

শনিবার রাতে মালয়েশিয়ায় বন্ধুর বাসায় তিনি মারা যান। পরে মালয়েশিয়া প্রবাসী বন্ধু মাঝগাঁও এলাকার এনামুল হকের মাধ্যমে মৃত্যুর সংবাদ পেয়ে বাড়িতে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

রোববার বিকেলে নিহতের ভাই মেহেদী হাসান এ তথ্য জানান।

নিহত মিঠু উপজেলার মালিপাড়া গ্রামের মোফাজ্জ্বল হোসেন আকন্দের ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। 
নিহতের স্বজনরা জানান, মিঠু দেশে ভ্যান চালিয়ে সংসার খরচ যোগাতেন। পরে প্রতিবেশি আদম দালাল তাজেল হোসেন তাকে ভালো বেতনে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখান। তার কথা মত ভাগ্য ফেরাতে ভ্যান বিক্রিসহ এনজিও ও বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে মিঠু ছয় মাস আগে মালয়েশিয়া যান। কিন্তু গত ছয় মাসেও কাজ না পাওয়ায় তিনি বাড়িতে কোনো টাকা পাঠাতে পারছিলেন না। কাজ না পাওয়া, স্ত্রী-সন্তানদের ভরণ পোষণ ও ঋণ পরিশোধের দুশ্চিন্তায় তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। একপর্যায়ে বন্ধু এনামুলের বাসায় বেড়াতে গিয়ে শনিবার রাতে তিনি স্ট্রোক করে মারা যান। 

বনপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন বলেন, মিঠুই ছিল তার সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে দুটি সন্তানসহ তার স্ত্রীর এখন পথে বসার উপক্রম হয়েছে। 
 
-এএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,