For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা অন্যদের মতো সমান সুবিধা পাবে'

Published : Thursday, 21 September, 2023 at 11:53 AM Count : 236

ফাইল ছবিশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, 'সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হলো উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে তাদের সমবয়সীদের মতো সমান সুবিধা লাভ করতে পারে এবং ডিজিটাল প্রশিক্ষণ সামগ্রীগুলো OERS (Open Educational Res sources) এবং MOOCs (Massive Open Online Courses) সহজে ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা। এ উদ্দেশ্যে বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংস্থান উন্নত করা যাতে শিক্ষার্থীদের মাঝে বৈচিত্র্যতা অন্তর্ভুক্ত করা, বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য।'

বুধবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নি (ইউডিএল) নির্দেশিকা, চেকলিস্ট এবং অনুশীলনসমূহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নিয়োজিত প্রশিক্ষকদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ এবং সরঞ্জাম সরবরাহ করা। একটি ভ্যালিডেশন নির্দেশিকা তৈরী করা যা বাংলাদেশ ও ভারতে OER এবং MOOC -এর বর্তমান অবস্থা মূল্যায়ন করবে এবং এ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা নিশ্চিত করবে।'

বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর উদ্যোগে ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতায় দুই দিনব্যাপী লাদেশের অন্তর্ভূক্তিমূলক উচ্চশিক্ষার উপর ডাইভার্সএশিয়া প্রকল্পের আন্তর্জাতিক সম্মেলন বুধবার শুরু হয়েছে। 
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে ডাইভার্সএশিয়া প্রকল্পের গবেষক হিসেবে রয়েছেন বুয়েটের আইআইসিটি'র অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, 'ডাইভার্সএশিয়ার সঙ্গে বুয়েটের সম্পর্কের ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব তা দূর হবে এবং তারা একসঙ্গে ডিজিটাল মাধ্যমগুলো যেমন ওয়েবসাইট, সফটওয়্যার অ্যাপলিকেশন, ইলেক্ট্রনিক ডকুমেন্টস প্রভৃতি সহজে ব্যবহার করতে পারবে। বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এই প্রজেক্টে ডাইভার্সএশিয়ার সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরে আমরা নিজেদের সম্মানিত ও গর্বিত মনে করছি।'

বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, 'বুয়েট ও ডাইভার্সএশিয়ার মধ্যে এই প্রজেক্টের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সাধারণ শিক্ষর্থীদের মতো সমান সুযোগ পাবে। আমি মনে করি আজকের এই উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্ট যুক্ত হয়ে আমাদের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে।'

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,