For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখা

গ্রাহকের অগোচরে তুলে নেওয়া হয়েছে টাকা

Published : Tuesday, 19 September, 2023 at 10:47 PM Count : 246

ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে নেওয়া হলেও গ্রাহক কিছু জানতেই পারেননি। পরে ব্যাংক স্টেটমেন্ট তুলে ওই গ্রাহক জানতে পারেন, মোবাইল ব্যাংকিং বিকাশের ১০টি নম্বরে তাঁর হিসাব থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। ওই গ্রাহকের সন্দেহ, টাকা তুলে নেওয়ার এই ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত রয়েছে। 

ঘটনাটি ঘটেছে বেসরকারি ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখায়। যে গ্রাহকের টাকা তুলে নেওয়া হয়েছে তার নাম আতিকুর রহমান। তিনি একটি ইনস্যুরেন্স প্রতিষ্ঠানের শাখাপ্রধান। তার হিসাব থেকে দুই লাখ ৭৬ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে। গত ১৬ ও ১৭ অগাস্ট ১০টি ট্রানজেকশনে ১০টি বিকাশ নম্বরে এই টাকা সরানো হয়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী ওই গ্রাহক রাজশাহী সাইবার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। তার পক্ষে আদালতে মামলাটি ফাইলিং করেন জেলা জজ আদালতের আইনজীবী শাহীন আলম মাহমুদ। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদি আতিকুর রহমান বলেন, তিনি ১৫ অগাস্ট ব্যক্তিগত কাজে ভারতে যান। ১৬ ও ১৭ অগাস্ট তার ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেওয়া হয়। ১৯ অগাস্ট তিনি দেশে ফেরেন। পরবর্তী সময়ে ০৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে টাকা তুলতে যান। তখন ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তার হিসাবে পর্যাপ্ত টাকা নেই। এরপর ব্যাংক কর্তৃপক্ষ একটি স্টেটমেন্ট দেয়। সেখানে দেখা যায়, ১০টি বিকাশ নম্বরে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। 

এর মধ্যে ০১৭৩৩২৭৫১৬১ নম্বরে ২০ হাজার ৪০০ টাকা, ০১৭৯০১৪৫৪০২, ০১৬৪০০৯৩৯২৩ ও ০১৬৪০০৯৩৯২২ নম্বরে ২৫ হাজার ৫০০ টাকা করে এবং ০১৭৮৭০২৮৩৩৩, ০১৮২৮১৬২৫১০, ০১৭৭৪৬২৭৪৪৩, ০১৭৯৭৮৫১৫৮০, ০১৭৮৭০০৩৩৮০ ও ০১৫১৭০০২৫৮৯ নম্বরে ৩০ হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছে।

আতিকুর রহমান মামলার আরজিতে বলেন, দেশের বাইরে যাওয়ার জন্য তিনি ব্যাংকে ডলার এনডোর্স করতে গিয়েছিলেন। সে কারণে তিনি যে ভারত যাচ্ছেন, তা ব্যাংকের অনেক কর্মকর্তাই জানতেন। আতিকুরের সন্দেহ, তার অনুপস্থিতিতে ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা এই টাকা তুলে নিয়েছেন। টাকা তোলার বিষয়টি জানতে পারার পর দিন ০৪ সেপ্টেম্বর তিনি মহানগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ প্রাথমিক তদন্তও করে। এরপর মঙ্গলবার আদালতে মামলা করলেন আতিকুর। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখাকে নির্দেশনাও দিয়েছেন আদালত। আদালতের আদেশের এই অনুলিপি বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর নির্বাহী পরিচালক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠাতে বলা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আবির আহমেদ খান বলেন, ব্যাংকের মানবসম্পদ বিভাগের অনুমতি ছাড়া তিনি কোনো কথা বলতে পারবেন না।

-আরএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,