For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাট সমাজসেবা বিভাগের উপপরিচালক ইমাম হাসিমের গুরুপাপে লঘুদণ্ড

Published : Tuesday, 19 September, 2023 at 2:34 PM Count : 386

মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্কভাতা ও বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অর্থ আত্মসাৎ, এক কর্মকর্তা পদে থাকা অবস্থায় আরেক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া, সরকারি কর্মচারী বিধি ভঙ্গ অসদাচরণ অপরাধে জয়পুরহাট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক ইমাম হাসিমকে দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিত করে লঘুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোঃ ইমাম হাসিম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, জয়পুরহাট এর বিরুদ্ধে মোঃ মোফাজ্জল হোসেন, সাবেক কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ক্ষেতলাল উপজেলা কমান্ড জয়পুরহাট কর্তৃক মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকা আত্মসাত; বগুড়া জেলার শেরপুর উপজেলায় উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে কর্মকালে বিভিন্ন ভাতার অর্থ কেন্দ্রীয় হিসাব থেকে সংরক্ষণের জন্য ‘বয়স্কভাতা আনুতোষিক’ শিরোনামে সোনালী ব্যাংক শেরপুর শাখায় হিসাব স্থানান্তর; ব্যাংক প্রতিনিধির উপস্থিতিতে বয়স্কভাতার কার্ড ভাতা ভোগীদের মাঝে বিতরণ করার দাবী করলেও কোন মাস্টাররোল দেখাতে না পারা; ভাতা বিতরণের মাষ্টাররোল সংরক্ষণ ও প্রদর্শন না করায় অবিতরণকৃত ভাতার অর্থ আত্মসাতের উদ্দেশ্যে একক স্বাক্ষরে পরিচালিত হিসাব নম্বরে স্থানান্তর; উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারী হিসেবে কর্মকালে ‘বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন' শীর্ষক প্রশিক্ষণ খাতে ২০১৮-২০১৯ অর্থবছরে অনিয়ম; হলরুম ভাড়া বাবদ বরাদ্দকৃত ২০ হাজারএবং প্রশিক্ষকের সম্মানীভাতার ৫৮ হাজারসহ মোট ৭৮জাজার টাকা আত্মসাৎ। 

বিধি বহির্ভূতভাবে কর্তৃপক্ষের নির্দেশনা অমান্যকরত জয়পুরহাট সদর উপজেলার মোঃ সাদিকুর রহমান মন্ডল, প্রবেশন অফিসার এর পরিবর্তে শারমিন সুলতানা, শহর সমাজসেবা অফিসার, জয়পুরহাট-কে অতিরিক্ত দায়িত্ব প্রদানের অভিযোগ আনয়ন করা হয়। সেজন্য তাঁর বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিধিমত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী “অসদাচরণ” এর অভিযোগে ০৭/২০২২ নম্বর বিভাগীয় মামলা রুজুকরত অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করা হয়।
অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর লিখিত জবাব দাখিল করে তিনি ব্যক্তিগত শুনানির প্রার্থনা করেন। ব্যক্তিগত শুনানি গ্রহণ শেষে তাঁর বক্তব্য সন্তোষজনক না হওয়ায় অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৭(২)(ঘ) বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। 

তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদন মোতাবেক মোঃ ইমাম হাসিমের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী “অসদাচরণ” অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত মর্মে উল্লেখ করা হয়েছে । সে কারনে মোঃ ইমাম হাসিম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, জয়পুরহাট-কে তাঁর বিরুদ্ধে আনীত সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী “অসদাচরণ” এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(২) (খ) বিধি অনুযায়ী “দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত” লঘুদণ্ড প্রদান করা হয়েছে। 

জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইমাম হাসিম সাংবাদিকদের বলেন, বিষয়টি মন্ত্রণালয়ের, আপনারা মন্ত্রণালয়ের থেকে এ বিষয়ে তথ্য নেন, আমি এ বিষয়ে কোন কথা বলব না।


এসআই/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,