For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

এমপির ডিওর পরও বহাল তবিয়তে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার

Published : Monday, 18 September, 2023 at 11:35 AM Count : 1906

শিক্ষা প্রতিমন্ত্রীর বরাবর স্থানীয় এমপি ডিও’ লেটার দেওয়ার পরও বহাল তবিয়তে রয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী।

তাঁর বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, নেশা করা, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী, নারী কেলেংকারীসহ নানা অভিযোগ।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী বেগমগঞ্জে যোগদান করার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাঁর এমন অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরে গত ৮-৮-২০২৩ইং তারিখে 

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে ডিও লেটার দেন। যার নং-ডিও নং-জাসএমপি/২৭০-নোয়াখালী-০৩/২০২৩/১৩০। 
ওই ডিও লেটারে এমপি উল্লেখ করেন- বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী প্রায়ই অধিনস্ত অফিসার, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকদের সাথে অশালিন আচরন করেন। 

এমনকি তাঁর উর্ধতন কর্তৃপক্ষ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথেও অশালিন আচরণ করার অভিযোগ রয়েছে। 

তিনি প্রায় সময় নেশাগ্রস্ত থাকেন এবং প্রকাশ্যে ধুমপান করতে দেখা যায়। সেবা প্রার্থী শিক্ষকরা যে কোন সময় কোন তথ্য জানতে চাইলে তিনি খারাপ আচরণ করেন। অন্যান্য শিক্ষক কর্মচারীদের সামনে বিরুপ মন্তব্য করেন। অর্থের বিনিময়ে শিক্ষক বদলি করেন। উত্তর বসন্তের বাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম দীর্ঘদিন ছুটিতে থাকা অবস্থায় বদলিতে সুপারিশ করেন। যা পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হস্তক্ষেপে বন্ধ হয়। 

দ:প: হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তারকে লক্ষ্মীপুর জেলার কমলনগর বদলির সুপারিশ করেন তিনি। ছয়ানী কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উৎপুলের নেছাকে সাদারি জঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পদ শুন্য না থাকর পরও শুন্য পদ দেখিয়ে বদলিতে সুপারিশ করেন। পরবর্তিতে জানাজানি হলে পরে তা বাতিল করেন। ২০২১-২০২২ অর্থ বছরে রুটিন মেন্টেনেন্স বাবদ বরাদ্ধকৃত অর্থ অফিসের সামনের দেয়ালের মাত্র পাঁচ-ছয় ফুট রং করে বাকি টাকা আত্মসাৎ করেন।

শিক্ষা অফিসারের এমন অনিয়মের কারণে বেগমগঞ্জের শিক্ষা ব্যবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলেও এমপির ডিও লেটারে উল্লেখ করে তাকে দ্রুত বেগমগঞ্জ থেকে বদলির জন্য শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে সুপারিশ করেন।

এমপির ডিও লেটারের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্প্রতি বিষয়টি তদন্ত করেন। তদন্তের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারীর বিরুদ্ধে নারী কেলেংকারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে অসদাচরনের অভিযোগ রয়েছে। তিনি উপজেলার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যায়ের সহকারী শিক্ষিকা আফরিন সুলতানার সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। তিনি ওই স্কুল শিক্ষিকাকে নিয়ে লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে বেড়াতে যান, ওপেন সিক্রেট। সম্প্রতি স্কুল শিক্ষিকা শিক্ষা অফিসারের সরকারী অফিসে শিক্ষা অফিসারের চেয়ারে বসে বিভিন্ন কাজ করতে দেখা দেয়। যা পুরো উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে।

বেগমগঞ্জ উপজেলার একাধিক শিক্ষক জানান, বেগমগঞ্জের ইতিহাসে এমন শিক্ষা অফিসার আসেনি। যার চরিত্র ঠিক নেই, তার কাছে আমরা কি আশা করতে পারি। উনার কথা না শুনলে উনি আমাদেরকে নানা ভাবে হয়রানি করেন। 

উপজেলার অন্তত ৪০ জন শিক্ষকের তিনি এক দিনের বেতন কেটে দিয়েছেন। যা আর কখনো হয়নি। শিক্ষা অফিসার সব সময় উগ্র মেজাজে থাকেন। একজন শিক্ষক বিপদে পড়লে উনার কোন সহযোগীতা পায়না। উনার কাছে কোন নারী শিক্ষক নিরাপদ নয়। আমরা চাই দ্রুত উনাকে এখান থেকে বদলি করা হোক।

এ সব বিষয়ে কথা বলতে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারীর অফিসে গিয়ে পাওয়া যায়নি। মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগমের সাথে আলাপ করলে তিনি জানান, এমপি সাহেবের অভিযোগের বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তি প্রদক্ষেপ গ্রহন করবো। 

অয়এন/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,