For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাবিতে গাছে পেরেক ঠুকিয়ে ছাত্রলীগের ব্যানার, অপসারণে প্রশাসন

Published : Saturday, 16 September, 2023 at 6:54 PM Count : 320



নির্দেশ অমান্য করে ক্যাম্পাসের গাছে গাছে পেরেক ঠুকে লাগানো সকল ব্যানার-পোস্টার অপসারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। 

শনিবার বিকেলে প্রক্টর দপ্তরের এক অভিযানে এসব ব্যানার তুলে ফেলা হয়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, পেরেক ঠুকে পোস্টার ব্যানার লাগানোর কারণে গাছগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পূর্বে অনেক গাছ মারাও গেছে। তাই ক্যাম্পাসের কোন গাছে পেরেক ঠুকে ব্যানার-পোস্টার না টানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু অনেকে সেটা অমান্য করে এ কাজ করছে। তবে ভবিষ্যতে কেউ এ কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার সরেজমিন ক্যাম্পাস ঘুরে দেখে যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্যারিস রোড, টুকিটাকি চত্বর, কাজলা গেট, পরিবহণ মার্কেট, হলগুলোর সামনে, বিনোদপুর ও রেলস্টেশনসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছগুলোতে পেরেক ঠোকে লাগানো বিভিন্ন রাবি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রচার-প্রচারণার সাইনবোর্ড-ব্যানার, ফেস্টুন ও বিজ্ঞাপন খোলা হচ্ছে। এসব ব্যানার খুলে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কিছু কর্মী।

জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর রাবি ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রচারণার অংশ হিসেবে পদপ্রার্থী নেতারা ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে ব্যানার পোস্টার দিয়েছে। কেউ কেউ গাছে গাছে পেরেক ঠুকে প্রচারণা ব্যানার লাগিয়েছেন।

তবে গাছে পেরেক ঠুকে কোন ব্যানার-পোস্টারে প্রচারণা চালাতে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে একাধিকবার সচেতন করে মাইকিংও করেছে প্রক্টর দপ্তর। তবে নির্দেশ অমান্য করে অনেকেই এ কাজ করেই চলেছেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পলাশ হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছে পেরেক ঠুকলে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এতে তাদের ক্ষতি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব চিন্তা ভাবনা করে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন সে জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানায়।

গাছে পেরেক মারার ক্ষতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনজুর হোসেন বলেন, ক্যাম্পাসের অধিকাংশ আকর্ষণীয় গাছ মরার পিছনে দায়ী অনাকাঙ্ক্ষিত ড্রেন করা এবং পেরেক ঠুকে ব্যানার-পোস্টার লাগানো। ফলে অকালেই অনেকগুলো গাছ মারা যাচ্ছে। তাই এ ব্যাপারে ব্যবস্থা দ্রুত নেয়া জরুরী।

রাবি শাখা ছাত্রলীগের আসন্ন সম্মেলনে পদপ্রত্যাশী যেসব নেতা-কর্মী গাছে পেরেক ঠুকে ব্যানার-পোস্টার লাগিয়েছেন তাদের অন্তত পাঁচজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম জানান, গাছগুলো রক্ষার্থে সকলের সচেতনতা দরকার। এই গাছগুলো ক্যাম্পাসে সৌন্দর্যের প্রতীক। কিন্তু বিভিন্ন গাছে পেরেক দিয়ে ব্যানার পোস্টারে দেয়ার কারণে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে সকলকে সচেতন করা হয়েছে। কিন্তু একই ভাবে চলতে থাকলে আমাদের অবশ্যই কঠোর হতে হবে।

আরএইচএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,