For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ক্যাপস্টোন কোর্স টিমের সঙ্গে কউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Published : Thursday, 14 September, 2023 at 5:06 PM Count : 210

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ক্যাপস্টোন কোর্স টিমের সঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কউক ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার।

সভায় কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত পরিকল্পনা ও চলমান কর্মকান্ড উপস্থাপন করেন তিনি।

কউক চেয়ারম্যান বলেন, 'প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে এবং কক্সবাজারকে একটি নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরীতে রূপ দিতে কউক ইতিমধ্যেই কক্সবাজারের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে। তার পাশাপাশি পর্যটন, উন্নয়ন, আবাসন ও যোগাযোগের উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের কাজেও হাত দিচ্ছে। শীঘ্রই কক্সবাজার থেকে টেকনাফ এবং কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত ক্যাবল কার চালুর লক্ষ্যে সমীক্ষা কার্যক্রম শুরু হবে। বাস্তবায়িত হলে এটি হবে কক্সবাজারের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ।'
তিনি বলেন, 'এছাড়াও পর্যটকদের জন্য সৈকতে বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি, কক্সবাজারে সিনেপ্লেক্সসহ ইনডোর অ্যামিউজম্যানেন্ট ওয়ার্ল্ড, গলফ ক্লাব, ইকো রিসোর্ট, ক্রুজ লাইনার চালুকরণ ইত্যাদি উদ্যোগ নেয়া হচ্ছে। পরিকল্পনাধীন প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে আগামী এক দশকের মধ্যে কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরীতে রূপান্তরিত হবে।' 

বিনিয়োগকারীদের জন্য কক্সবাজারকে একটি আকর্ষণীয় গন্তব্য উল্লেখ করে নুরুল আবছার বলেন, 'কউক তার বাস্তবায়নাধীন প্রকল্পসমূহে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানাচ্ছে।'

ক্যাপস্টোন কোর্সের সদস্যবৃন্দ কউক চেয়ারম্যানের সুদূর প্রসারী উন্নয়ন দর্শন এবং কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগরে রূপান্তরের চলমান কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন। এ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে কউককে সার্বিক সহযোগিতা প্রদান করার আশাবাদও ব্যক্ত করেন। 

সভা শেষে কউকের পক্ষ থেকে ক্যাপস্টোন কোর্স টিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় আট জন সংসদ সদস্য, কুটনীতিক, অধ্যাপক, সামরিক ও বেসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এফবিসিসিআই প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্বসহ ক্যাপস্টোন কোর্সের ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,