For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ধান ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা

Published : Tuesday, 12 September, 2023 at 7:32 PM Count : 331

খুলনাডুমুরিয়া ‌উপজেলার ১৪টি ইউনিয়নে মাঠে মাঠে এখন আমন ধান ক্ষেত পরিচর্যা ও সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে সময় দিচ্ছেন তারা। 

ডুমুরিয়ায় রোপা আমন ধানের চারা রোপণের কাজ সম্পূর্ণ ভাবে শেষ হয়েছে। এখন মাঠের পর মাঠ, যে দিকে চোখ যায়, সে দিকে দেখা যাচ্ছে কচি সবুজ, উঠতি বয়সের আমন ধানের গাছ।

সরেজমিনে ডুমুরিয়ার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা কেউ সার-কীটনাশক প্রয়োগ করছেন, কেউবা আগাছা পরিষ্কার করছেন, কেউ আবার জমিতে পানি সেচের কাজে ব্যস্ত। এই দৃশ্য দেখে মনে হলো, কৃষকদের কাঙ্খিত ফসল ভালো ভাবে ফলাতে দম ফেলানোর সময় নেই তাদের।

খর্নিয়া ইউনিয়ানের টিপনাগ্রামের বাবর আলী সরদার। তিনি বলেন, আমি প্রায় দুই বিঘা জমিতে আমন ধানের আবাদ করিছি। ধানের জমি থেকে আগাছা পরিষ্কার করা শেষ হয়েছে। এখন ক্ষেতে সার প্রয়োগ করছি। চারা গাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবার ভালো ফলন পাওয়া যেতে পারে। তবে, পোকার আক্রমণ বেশি দেখা
যাচ্ছে। এতে একটু সমস্যা হচ্ছে। তারপরও ভালো ফলন হবে ইনশাআল্লাহ।
ডুমুরিয়া অঞ্চলের বরাতিয়া গ্রামের আবু তালেব বলেন, বরাতিয়ার মাঠে কিছু কিছু জমিতে আগে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। এখন চারার আগাছা পরিষ্কার শেষ করে সার প্রয়োগের কাজ চলছে। আমাদের এই সোনালী ফসল ঘরে তোলার আগ পর্যন্ত ব্যস্ততা থাকবে।

গোনালী গ্রামের কৃষক ইউনুচ আলী বলেন, আমরা সাধারণত কৃষির ওপর নির্ভরশীল। তাই এই আমন আবাদের পুরো সময় আমাদের ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত থাকতে হয়।

স্থানীয় কৃষিবিদরা জানিয়েছেন, চলতি আমন মৌসুমে ডুমুরিয়া অঞ্চলে বেশি ফলনশীল ব্রি ধান ২৩ ও ১১ জাতের ধান জমিতে রোপণ করেছেন কৃষকরা। এ জন্য ভালো ফলনসহ লক্ষ্যমাত্রা পূরণ হবে আশা করছি। কৃষকরা মনপ্রাণ দিয়ে জমিতে রোপা আমন ধান চাষ করছেন। নিয়মিত ভাবে তারা পরিচর্যার কাজও চালিয়ে যাচ্ছেন। যাতে প্রাকৃতিক ভাবে কোনো ক্ষতি হওয়ার আগে তারা ফসল ঘরে তুলতে পারেন।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ডুমুরিয়ায় আমন আবাদে বি আর ১০, ১১, ২২ ও ২৩ ব্রি ধান ৩০, ৭৫, ৮৭ ও ৪৯ জাতের ধান আবাদ করেছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন বলেন, এখন আমন ধান ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। আমন চাষ আবাদে কৃষকদের সার্বক্ষণিক সব ধরনের পরামর্শ প্রদান করছি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে আমন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

-এমএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,