For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

Published : Sunday, 10 September, 2023 at 9:23 PM Count : 122

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন বন্ধকৃত মহসেন, আফিল, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনাসর্সহ সকল মিল চালু ও শ্রম আইন মোতাবেক শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধসহ ছয় দফা দাবিতে রাজপথ ও রেলপথ অবরোধ করেছে বেসরকারি পাটকল শ্রমিক কর্মচারীরা।

রোববার সকাল ১০টার দিকে মিছিল সহকারে জনতা মার্কেট থেকে ফুলবাড়ী গেট রেল লাইনের উপর জড়ো হয়ে শ্রমিকরা সেখানে এক ঘন্টা অবস্থান করে। পরে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেটের জনতা মার্কেটের সামনে রাজপথ অবরোধ করে। 

এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা সেখানেই বেলা ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন। 

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন তারা।
তাদের অন্যান্য দাবিগুলো মধ্যে রয়েছে, সকল বন্ধ মিল পূর্ণাঙ্গ ভাবে চালু, আইনসঙ্গত ভাবে কর্মী ছাটাই, অবসরকৃত শ্রমিকদের যাবতীয় পাওনা এককালীন পরিশোধ, শ্রম দপ্তরের ফরমেট অনুযায়ী চূড়ান্ত হিসাব দেওয়া, নূন্যতম মূল বেতন পাঁচ হাজার টাকা বাস্তবায়ন এবং রেশনিং ব্যবস্থা চালু করা।

ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা শহিদুল্লাহ খাঁ, সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, মো. বাবুল হোসেন প্রমুখ। 

কর্মসূচি পালনকালে শ্রমিকরা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকের পাওনা পরিশোধের আগ পর্যন্ত মিল থেকে কোনো মালামাল বের হবে না। তারপরও মিলের মালামাল রাতের আধারে বের করা হচ্ছে। মহসেন জুট মিলের শ্রমিকরা নয় বছর অতিবাহিত হলেও তাদের চূড়ান্ত পাওনা আজও পায়নি, শিরোমনি হুগলী বিস্কুট কোম্পনীর শ্রমিকদের পাওনা পরিশোধ না করে শ্রমিক নেতা মোস্তাফিজে নামে মিথ্যা মামলা দায়ের করেছে মালিক। সোনালী, এ্যাজাক্স ও আফিল জুট মিলের শ্রমিকদের একই অবস্থা, মিল মালিকরা মিল দেখিয়ে কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে আসে সে টাকা অন্যখাতে ব্যয় করে।

আন্দোলনকারীরা আরও বলেন, পাওয়া টাকা না পেয়ে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। অসুস্থ হলে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না। তাই চলতি সপ্তাহের ভেতর শ্রমিকদের সমস্যা সমাধান করা না হলে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার ফুলবাড়ী গেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং ১৭ সেপ্টেম্বর রোববার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফুলবাড়ী গেটে রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। 

এরপরও দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।

-এসএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,