For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে আবাদি জমিতে জোর করে পুকুর খনন, অসহায় কৃষক

Published : Friday, 8 September, 2023 at 7:22 PM Count : 281


রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চাষের জমিতে অবাধে চলছে অবৈধ পুকুর খনন। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালেও তারা সেদিকে দৃষ্টি দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

জানা যায়, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বড় কাজুপাড়া হোসেনের বটতলার বিলে সরকারের আদেশ-নিষেধ অমান্য করেই প্রায় ৬০ বিঘা কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছেন বাগমারা উপজেলার প্রভাবশালী আবদুল লতিফ। জমির মালিকদের অনেকের অনুমতি ছাড়াই একরকম জোরপূর্বক পুকুর খনন করা হচ্ছে।

কৃষকদের বাধা ও সরকারি নিষেধাজ্ঞা না মেনে গত কয়েকদিন ধরে লতিফ ৬০ বিঘা কৃষি জমি ধ্বংস করে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না। এদিকে, স্থানীয় প্রশাসন বিষয়টি জেনেও না জানার ভান করে আছেন।
এছাড়া, পুকুর খননের মাটি চলে যাচ্ছে স্থানীয় বিভিন্ন ইটভাটায়। প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত পর্যন্ত কয়েকটি ট্রাকে এসব মাটি পরিবহণ করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকা ব্যায়ে তৈরি নতুন পাকা রাস্তা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, পুকুর খননের ফলে ইতোমধ্যে নানা জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে ইতোমধ্যেই বটতলার বিলে জলাবদ্ধতা শুরু হয়েছে। এতে ওই বিলের জমিতে ফসল ফলানো অনিশ্চিত হয়ে পড়বে। এছাড়াও মাটি পরিবহণের কারণে পাকা রাস্তাগুলো চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।

ভুক্তভোগী কৃষক জালালুর রহমান বলেন, বিলে পুকুর খননের কারণে দুই শতাধিক বিঘা আবাদি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হবে। এতে ওই বিলে ফসল ফলানো অনিশ্চিত হয়ে পড়বে।

তিনি বলেন, যিনি পুকুর খনন করছেন তিনি বাগমারা উপজেলার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। এ কারণে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না। স্থানীয় প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না। ও ব্যক্তির স্থানীয় প্রশাসনের সঙ্গে বেশ সখ্যতা রয়েছে। এ জন্য স্থানীয় প্রশাসনকে সহজে ম্যানেজ করে তিনি অনায়াসে অবৈধ পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি খোজ-খবর নিয়ে বিষয়টি দেখছি। যদি অবৈধভাবে কোনো কিছু হয়ে থাকে তাহলে যে যত বড়ো ক্ষামতাশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।


আরএইচ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,