For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'শব্দদূষণ রোধে সকলকে ভূমিকা রাখতে হবে'

Published : Tuesday, 5 September, 2023 at 5:09 PM Count : 351

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন বলেন, 'শব্দ দূষণ প্রতিরোধে প্রচলিত আইন-কানুন না মানা এবং অভ্যাসগত কারণে আমরা প্রতিনিয়ত শব্দ দূষণ করছি। আর এর মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে। শব্দ দূষণ প্রতিরোধে ও পরিবেশ রক্ষায় তরুণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। তারা নিজেরা যেমন সচেতন হবে, তেমনই সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে আইন-কানুন মেনে চলতে সচেতন করবে।'

মঙ্গলবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, 'আমরা প্রত্যেকেই শব্দ দূষণে সম্পৃক্ত। তাই এটি নিরব ঘাতক। এ দূষণের সবচেয়ে বেশি ক্ষতির শিকার শিক্ষার্থীরা, যদিও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত। তাই সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। সকলকে নিজ-নিজ অবস্থান থেকে শব্দদূষণ রোধে ভূমিকা রাখতে হবে।'

কর্মশালায় মূল প্রবন্ধে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী শব্দ দূষণের কারণে শ্রবণ সমস্যা, বিশেষত বয়স্কদের স্মৃতি শক্তি হ্রাস, মেজাজ খিটখিটে, মাতৃগর্ভে সন্তানের অস্বাভাবিকতাসহ নানাবিধ জটিল সমস্যা তৈরি হয়। অথচ আমরা আমাদের আচরণ পরিবর্তনের মাধ্যমে শব্দ দূষণ কমাতে পারি। তিনি শব্দ দূষণের কুফল, দূষণ থেকে মুক্ত থাকার উপায় ও করণীয় বিষয় তুলে ধরেন। 
কর্মশালায় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক। 

বক্তারা কি কি ভাবে শব্দ দূষণ হয় ও তার থেকে কিভাবে শব্দ দূষণ কমানো সম্ভব সে বিষয়ে কর্মশালায় আলোচনা করে বলেন, চলার পথে মানুষকে অযথা শব্দ দূষণ হতে বিরত থাকতে সচেতন করতে হবে। এভাবেই সচেতন জাতি তৈরি হবে। একইসঙ্গে শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রচলিত আইনে শব্দ দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দ দূষণ একটি নিরব ঘাতক অথচ এ বিষয়ে কার্যকর ভূমিকা নেয়া অনেক ক্ষেত্রে আমাদের সম্ভব হয় না। অহেতুক শব্দ মানসিক ও শারীরিক ক্ষতির বড় কারণ। যার যার অবস্থান থেকে এ দূষণরোধে ভূমিকা বাঞ্ছনীয়।

কর্মশালায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অতিথিরা। দিনব্যাপী প্রশিক্ষণে শহরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,