For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পেট্রোল পাম্পে তেল বিক্রি স্বাভাবিক

Published : Sunday, 3 September, 2023 at 5:47 PM Count : 110

জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ তিন দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চললেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক রয়েছে।

জানা যায়, রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন জ্বালানি তেল ব্যবসায়ীদের একাংশ। তবে এদিন সকাল থেকে রাজধানীতে এই ধর্মঘটের প্রভাব দেখা যায়নি। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক রয়েছে।

তিন দাবিতে জ্বালানি তেল ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে খুলনা নগরীর খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে যাওয়া হচ্ছে না ১৫ জেলায়।

তবে রোববার সকালে রাজধানীর মগবাজার ও মালিবাগসহ কয়েকটি এলাকা ঘুরে ধর্মঘটের প্রভাব দেখা যায়নি। এসব এলাকায় পেট্রোল পাম্পগুলোতে অন্যান্য দিনের মতোই জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক রয়েছে।
জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে‒ জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন বৃদ্ধি করে কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি অনুযায়ী সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

এর মধ্যে তৃতীয় দাবি পূরণ করে শনিবার রাতেই গেজেট প্রকাশ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 

এ বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, একটি দাবি পূরণ হলেও কমিশন বাড়ানোর মূল দাবি মানা হয়নি।সরকারের পক্ষ থেকে আলোচনার জন্যও ডাকা হয়নি। তাই কর্মসূচি চলমান থাকবে।

তিনি বলেন, পাম্প থেকে তেল সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক। তবে তেল উত্তোলন বন্ধ থাকলে আগামীকাল (সোমবার) থেকেই পাম্পে তেল সরবরাহ কমতে থাকবে। সেক্ষেত্রে আগামীকাল অনেক পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,