For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দশমিনায় সংঘর্ষঃ বিএনপির ২৫ নেতাকর্মী ও অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে মামলা

Published : Saturday, 2 September, 2023 at 6:23 PM Count : 580



পটুয়াখালীর দশমিনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি’র ২৫ নেতাকর্মী এবং আরও অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা সদরের নলখোলা বাসষ্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু করে উপজেলা বিএনপি। বেলা সাড়ে ১১টার দিকে র‌্যালীটি উপজেলা শহরের পূঁজাখোলা ব্রীজ এলাকায় পৌঁছালে বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা কর্মীরা।

এ সংঘর্ষের ঘটনায় দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বাদী হয়ে বিএনপি’র ২৫ নেতা কর্মীর নাম এজাহারে উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

মামলায় দশমিনা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শাহ আলম সানু ও যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদলকে আসামী করা হয়েছে।

মামলার পর থেকেই বিএনপি’র নেতা কর্মীরা গ্রেফতার আতংকে আছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ আলম সানুর দাবী, শান্তিপূর্ণ র‌্যালীতে পুলিশের বাঁধা ও লাঠিচার্জে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন মুঠোফোনে দ্য ডেইলি অবজারভারকে জানান, আমাদের বর্ণাঢ্য র‌্যালীতে পুলিশের মৌখিক অনুমতি ছিলো। শান্তিপূর্ণ এই র‌্যালী শেষে অতি উৎসাহী কিছু পুলিশের অতর্কিত লাঠিচার্জের ফলে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়। নিজেরাই মিথ্যে মামলা দায়ের করে নেতাকর্মীদের হয়রানির পাশাপাশি গ্রেফতার বাণিজ্য করছে পুলিশ। এসব অতি উৎসাহী পুলিশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ আন্তর্জাতিক বিশে^র কাছে পুলিশের ভাবমূর্তি মারাত্মক প্রশ্নবিদ্ধ।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার দ্য ডেইলি অবজারভারকে জানান, এ ঘটনায় গ্রেফতার তিন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এসটি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,