For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৫ জঙ্গি সদস্য গ্রেফতার

Published : Thursday, 31 August, 2023 at 9:38 PM Count : 87

আল—কায়দার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বইসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। 

র‌্যাব জানায়, সম্প্রতি তাদের গোয়েন্দা নজরদারিতে উঠে আসে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়টি। নিষিদ্ধ এই সংগঠনটি খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সদস্য সংগ্রহ ও অর্থ জোগাড় করছে। এই সংগঠনটি বিভিন্ন উগ্রবাদী বক্তব্য, সেই সঙ্গে উগ্রবাদী নেতাদের ভিডিওর মাধ্যমে বিভিন্ন বক্তব্য দেখিয়ে সদস্য সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে সদস্যদের কাছ থেকে সংগঠনের কথা বলে অর্থ জোগাড় করা হচ্ছিল। 

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত পিরোজপুরের কামাল গাজীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জের গাউস মোল্লার ছেলে মোঃ আকাশ ওরফে আব্দুল্লাহ (২৩), গোপালগঞ্জের জাকির ফকিরের ছেলে তাজিমুদ্দিন ওরফে জসীমউদ্দীন, মাদারীপুরের মতিউর রহমানের ছেলে ইসমাইল হাসান অনিক (২০) এবং গোপালগঞ্জের সৈয়দ আহাদুজ্জামামানের ছেলে মোঃ রিপনকে (২০) গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সদর দপ্তরের লিগাল এন্ড মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল—মইন বৃহস্পতিবার খুলনা র‌্যাব—৬ এর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সদস্য। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল। পার্শ্ববর্তী বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনসহ বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনের সদস্যদের তথাকথিত জিহাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী করে তোলে। এ উদ্দেশ্যে সংগঠনের সদস্যদেরকে তারা বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা, মুসলমানদের উপর নির্যাতন ও উগ্রবাদী নেতাদের বক্তব্যের ভিডিও সরবরাহ করতো। 

এছাড়াও তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ভুল তথ্য প্রদান করে তাদের আত্মীয়—স্বজন, বিভিন্ন মাদ্রাসা ও সদস্যদের নিকট থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করতো। তারা মসজিদ, বাসা বা বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করতো। তারা বিভিন্ন অপব্যাখ্যা ও মিথ্যা তথ্যের মাধ্যমে দেশের বিচার ও শাসন ব্যবস্থা সম্পর্কে বিতৃষ্ণা তৈরি করে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সদস্যদেরকে উগ্রবাদী করে তুলতো। 

সংবাদ সম্মেলনের র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএমএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,