For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'বঙ্গবন্ধুর নাম কোনো দিন মুছে ফেলা যাবে না'

Published : Sunday, 27 August, 2023 at 10:17 PM Count : 164

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, '১৫ অগাস্টের ঘটনা যারা ঘটিয়েছিল তারা মনে করেছিল এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না। কিন্তু তাদের মনের আশা আর পূরণ হয়নি। তারা বঙ্গবন্ধুর নামও মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তা কোনো দিনও সম্ভব হবে না।'

রোববার বিকেলে মৌলভীবাজারেকুলাউড়া উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী এবং মরহুম আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, '১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনার নেতৃত্বে যারা ঘুরে দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন আব্দুল জব্বার। আব্দুল জব্বার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।'

তিনি বলেন, 'বঙ্গবন্ধু সিলেটকে ভালোবাসতেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিলেটকে ভালোবাসেন। সিলেটের মানুষ বেশির ভাগ ইউরোপ-আমেরিকায় থাকেন। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিগগিরই এ অঞ্চলের শমশেরনগর বিমানবন্দর চালু করা হবে।'
তিনি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কাজ করে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আব্দুল জব্বার ফাউন্ডেশনের সভাপতি ও মরহুমের পুত্র প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুমের অপর পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আলম শফি, অরবিন্দু ঘোষ বিন্দু ও সহকারী অধ্যাপক সি এম জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন ও বদরুল ইসলাম বদর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. অরুনাভ দে, বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, হবিগঞ্জ আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিন রুহেল, কুলাউড়া সিপিবি সভাপতি কমরেড আব্দুল লতিফ, কর্মধা ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম আজাদ, শরীফপুর আ'লীগ সভাপতি মখদ্দছ আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা যুবলীগের সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনামুল হক মিফতা প্রমুখ।

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ অগাস্টে নিহত ও ১৯৯২ সালের ২৮ অগাস্ট নিহত মরহুম আব্দুল জব্বার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

-এসআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,