For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পুঠিয়া মডেল মসজিদ: উদ্বোধন হলেও শেষ হয়নি নির্মাণ কাজ

Published : Saturday, 26 August, 2023 at 6:14 PM Count : 246



গত ৩০ জুলাই সারাদেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রাজশাহীর পুঠিয়ায় উপজেলা মডেল মসজিদও রয়েছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও কাজ শেষ না হওয়ায় এখানে নামাজ আদায় হচ্ছে না।

এলাকার মুসল্লিরা বলছেন, ১৮ মাসের নির্মাণ কার্যাদেশ পেরিয়ে গেছে প্রায় ৪ বছর। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি ও বিভিন্ন অযুহাতে কারণে এই মসজিদ নির্মাণ এখনো শেষ হয়নি।
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকি সংশ্লিষ্ট দপ্তর জানায়, এখনও যে পরিমাণ কাজ বাকি আছে তা শেষ করতে আগামি দুই মাসের একটু বেশি সময় লাগবে।

রাজশাহী গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, সারাদেশে মোট ৫৬০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন সরকার। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় পুঠিয়ায় ২০১৯ সালের ৫ আগস্ট মডেল মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে ২৯ হাজার ৬০০ বর্গফুট এরিয়ার ওপর নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ। এর মধ্যে থাকছে নারী ও পুরুষদের পৃর্থক অজুখানা ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্ব যাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে।

এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ১২কোটি টাকা। আর এই মসজিদ নির্মাণ কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান আবুল হোসেন কনেস্টকশন।

গতকাল শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের দক্ষিণে ঢাকা-রাজশাহী মহসড়কের সাথে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মডেল মসিজদ। গত ২০১৯ সালের ৫ আগস্ট এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আর কাজের মেয়াদ ধরা হয় ১৮ মাস। এদিকে, কাজ শুরুর প্রায় ৪ বছর হলেও এখনো নির্মাণ কাজ অনেক বাকি রয়েছে।

কনস্ট্রাকশন সাইড ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, কাজ শুরুর পর থেকে করোনার প্রভাব দেখা দেয়। সেইসাথে সময়মত অর্থ বরাদ্দ না পাওয়ায় নির্মাণ কাজ অনেক পিছিয়েছে। মসজিদের এখনো যা কাজ বাকি তা শেষ করতে আরো দুই মাসের বেশি সময় লাগবে।

স্থানীয় আশরাফুল ইসলাম ও সাদেক আলী নামের দুই মুসল্লি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী গতমাসে এই মসজিদ উদ্বোধন করেছেন। আমরা আশা করেছিলাম উদ্ভোধনের দিন থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারবেন। কিন্তু সংশ্লিষ্ঠ দপ্তরের গাফলতির কারণে সেটা আর হলো না।

তারা বলেন, সারাদেশের বিভিন্ন উপজেলায় প্রায় একসাথে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। বিভিন্ন জেলা ও উপজেলায় অনেক আগেই মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছে। অথচ আমাদের উপজেলায় কাজের সময় সীমার সাথে নির্মাণ গতি খুবই কম।

তবে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একসাথে ৫০টি মসজিদ উদ্বোধন করেছেন। এরমধ্যে এটাও রয়েছে। যেটুকু কাজ বাকি তা অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।

এ বিষয়ে রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। আর সে সময় মডেল মসজিদ নির্মাণ ফান্ডে তেমন অর্থ ছিলো না। যার কারণে নির্মাণ কাজ শেষ হতে একটু বেশি সময় লেগেছে। তিনি বলেন, কাজ প্রায় শেষের দিকে। আগামী দুই মাসের মধ্যে সকল কাজ শেষ করে নামাজসহ র্ধমীয় বিভিন্ন কার্যক্রমের জন্য তা খুলে দেয়া হবে।

আরএইচএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,