For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রৌমারীর খেয়ারচর রাবার ড্যাম

এক যুগ পার হলেও আজও সুবিধা পাননি কৃষকরা

Published : Wednesday, 28 December, 2022 at 11:05 PM Count : 271

২০১০ সালে কুড়িগ্রামেরৌমারী উপজেলার খেয়ারচর জিঞ্জিরাম নদীর উপর রাবার ড্যাম প্রকল্প চালু হয়। শুধু ব্রিজ ও ড্যামের কাজ সম্পন্ন হয় ২০১৬ সালে। প্রকল্পের সুরক্ষা ও নদী শাসনের জন্য নদীর তীরে দুই কিলোমিটার করে সিসি ব্লক, সাত কিলোমিটার করে বেড়িবাঁধ, বেড়িবাঁধে দুটি করে স্লুইজগেট, কৃষি জমিতে পানি সরবরাহের জন্য দুই কিলোমিটার করে ক্যানেল নির্মাণের কথা থাকলেও আজও করা হয়নি।

রাবার ড্যামটি অযত্নে, অবহেলায় অকেজো ভাবে পড়ে আছে দীর্ঘদিন ধরে। তাই কোন উপকারে আসছে না ওই রাবার ড্যাম প্রকল্পটি। দ্রুত বেড়িবাঁধ নির্মাণসহ সম্পূর্ণ কাজ শেষ করে প্রকল্পটি সচল করার দাবী স্থানীয়দের।

বুধবার সরেজমিনে খেয়ারচর রাবার ড্যাম ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, সায়েদাবাধ বাজার থেকে রাবার ড্যাম ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার দুই কিলোমিটার কাঁচা। যা চলাচলের অনুপোযোগী। দীর্ঘ দিন যাবৎ একই অবস্থায় রয়েছে। ১৪ কোটি টাকা ব্যয়ে ৮৫ মিটার রাবার ড্যাম ব্রিজের দুই পাশে নামমাত্র একটু সিসি ব্লকের কাজ করা হলেও করা হয়নি বেড়িবাঁধ, স্লুইচ গেইট, ক্যানেল ও অন্যান্য কাজ।

ব্রিজের নীচে দুই খন্ডে যে রাবার ড্যাম বসানো হয়েছে সেটিও ফোলানো হয়না কোন দিন। দেখভালের কেউ না থাকায় অযত্নে পড়ে রয়েছে বছরের পর বছর। সেটিও নষ্ট হতে বসেছে প্রায়। 
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিজ এবং রাবার ড্যামের কাজ শেষ করার পর কেউ আর কোন দিন এই প্রকল্পের বিষয়ে খোঁজ নিতে আসেননি। আজ অবধি চলাচলের সুবিধা ছাড়া অন্য কোন কাজে আসছে না ওই রাবার ড্যাম ব্রিজ। স্থানীয়দের নিয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে, যারা ব্রিজ ও রাবার ড্যাম পরিচালনার দায়িত্ব পালন করবে। পরিচালনা কমিটির আগ্রহ থাকলেও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় রাবার ড্যাম আজও ব্যবহার করতে পারছেন না তারা।

বকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সককারী শিক্ষক তসলিম উদ্দিন জানান, রাবার ড্যাম ব্রিজ মূলত একটি বহুমুখি প্রকল্প। ব্রিজটি চলাচলের জন্য, রাবার ড্যাম নদীর স্রোতকে রোধ করে স্বল্প খরচে কৃষি জমিতে সেচ ব্যবস্থার জন্য এবং নদীর পানি কমে গেলে পানি অবরুদ্ধ করে সেখানে মৎস্য চাষ ও হাঁস পালনের জন্য এই প্রকল্প। সরকার কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ নির্মাণ করার পরে অসমাপ্ত কাজ না করায় কোন সুবিধা পাচ্ছেন না এলাকার কৃষকদের। তাই সংশ্লিষ্টদের প্রতি আমাদের দাবি দ্রুত বাকি কাজ শেষ করে প্রকল্প সচল করে দেয়ার। 

ওই এলাকার কৃষক আলহাজ্ব আব্দুল আওয়াল, হাবিবুর রহমান, আক্তার হোসেন, হেলাল উদ্দিন, হাছেন আলীসহ অনেকেই একই দাবি তুলে ব্রিজটির অসমাপ্ত কাজ শেষ করে প্রকল্পটি চালু করার কথা জানান।

এ বিষয়ে রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি জাফর ইকবাল রিপন জানান, আজ পর্যন্ত এই রাবার ড্যাম কৃষকের কোন উপকারে আসেনি। কারণ দুই পাশে বেড়িবাঁধ এবং ক্যানেল নির্মাণের কথা থাকলেও এখনও তা করা হয় নি। ড্যামটি ফোলালে নিচু জমিতে পানি জমে ফসল নষ্ট হয়। এ জন্য সরকারের কাছে দাবি বেড়িবাঁধ এবং ক্যানেল নির্মাণ করে কৃষকের সুবিধার্থে প্রকল্পটি যেন দ্রুত সচল করা হয়।

-আরআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,