For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভোট দিতে এসে ইভিএম বিড়ম্বনায় ক্ষোভ জানালেন মোস্তফা

Published : Tuesday, 27 December, 2022 at 11:43 AM Count : 307

ভোট দিতে এসে ইভিএম জটিলতায় পড়ে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। কিছুক্ষণ পর মেশিন সচল হওয়ায় ভোট দেন তিনি। 

সকাল ৯টায় আলমনগর কলেজরোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। সেখানে ইভিএম জটিলতায় প্রথমে ভোট দিতে পারেননি তিনি। কিছুক্ষণ পরে ভোট দিয়ে এসে সাংবাদিকদের ইভিএম নিয়ে ক্ষোভ জানান।

এ সময় তিনি বলেন, ভোট দিতে এসে আমি নিজেই ভোট দিতে পারলাম না। এভাবে ত্রুটি থাকায় ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে। এরকম হলে ভোট প্রশ্নবিদ্ধ হবে। আমরা নির্বাচন কমিশনকে আগে থেকেই ইভিএম চেক করতে বারবার তাগিদ দিয়েছি। কিন্ত আজ এই যে ত্রুটিগুলো সামনে আসছে।

বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, সকল প্রার্থী যত ভোট পাবে তার চাইতে আমি বেশি ভোট পাব। কিন্ত ইভিএমে এমন ত্রুটি হলে ভোটের ব্যবধান কমবে।
ইভিএমের ত্রুটি নিয়ে জাতীয় পার্টির অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকতা আবদুল বাতেন বলেন, ইভিএম ভোটের সর্বোচ্চ প্রযুক্তি।  আমরা চেষ্টা করছি, ভোট সুষ্ঠু করার। এখানে জাতীয় পার্টির অভিযোগ বিভ্রান্তকর। এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি করলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। হয়তো জাতীয় পার্র্টি প্রার্থী যখন ভোট দিতে যান, তখন পাশে কেউ ভোট দিচ্ছিল। এজন্য হয়তো মেশিন কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। এখানে ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।

এলওয়াই/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,