For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বড়পুকুরিয়া কয়লা খনি: ৩ বছর পর করোনা বিধিনিষেধ প্রত্যাহার

Published : Monday, 26 December, 2022 at 10:44 AM Count : 197

দীর্ঘ প্রায় তিন বছর বন্ধ থাকার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম।  

রোববার (২৫ ডিসেম্বর) করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এরপর  সন্ধা থেকেই শ্রমিক-কর্মচারীরা খনির প্রধান ফটক দিয়ে বিনা বাধায় চলাচল শুরু করে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার ও খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন এ তথ্য জানান।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ দেখা দেওয়ায় খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনের দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম ২০২০ সালের ২৬ মার্চ খনিতে লকডাউন ঘোষণা করে। এর ফলে এক্সএমসি-সিএমসির অধীনে কর্মরত ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক বেকার হয়ে পড়েন। ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন ভাতাও বন্ধ করে দেয়। এ অবস্থায় কাজে যোগদান ও বকেয়া বেতনভাতার দাবিতে খনি শ্রমিক ও আউটসোর্স কর্মচারীরা বিক্ষোভ সমাবেশে, সড়ক অবরোধের মাধ্যমে আন্দোলনে যায়। পরে কঠোর বিধিনিষেধ আরোপ করে এক্সএমসি-সিএমসি পর্যায়ক্রমে ২০২০ সালের জুলাই-আগস্ট মাসে প্রায় সাড়ে ৪০০-এর মতো শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদান করায়। তবে খনি কম্পাউন্ডের ভিতরে সার্বক্ষণিক এসব শ্রমিককে অবস্থান করতে হয়। এতে ৩৩ মাস ধরে শ্রমিক-কর্মচারীরা অমানবিক জীবনযাপন করে আসছিল। 
এএ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,