For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গাজীপুরে কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ড

Published : Monday, 26 December, 2022 at 9:32 AM Count : 151

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার রাত ৯টার দিকে হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী থেকে আরো দু’টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। মার্কেটের রাস্তা খুব সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।

মার্কেটের পাইকারি ব্যবসায়ী রংধনু ফ্যাশনের ম্যানেজার রমজান আলী জানান, রাত সোয়া ৯টার দিকে মার্কেটে আগুন দেখতে পেয়ে দৌড়াদৌড়ি শুরু করেন মানুষ। মুহূর্তের মধ্যেই আগুন তার দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকান থেকে কোনো কিছু বের করে নিতে পারেননি। তিনি বলেন, দোকানে ৩০ লাখ টাকার মালামাল ছিল। চোখের সামনে লাখ লাখ টাকার মালামার পুড়ে গেল, দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

অপর পাইকারি দোকান আজিজ হাউজের মালিক আব্দুল আজিজ জানান, তার দোকানে ৬০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। তিনি জানান, অনেক দোকানিই কোনো কিছু বের করে নিতে পারেননি। 
মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মতিন জানান, প্রায় ২০০ দোকান ও ৩০০ ভিটি ভাড়া নিয়ে এ মার্কেটে ছোট বড় মিলে ৫০০-৬০০জন ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতেন। শীতের বিভিন্ন ধরনের কাপড় ছাড়াও শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, ওড়না, কম্বলসহ সব দোকানই মালামালে পরিপূর্ণ ছিল। সারাদিন টুকটাক কাস্টমার থাকলেও সন্ধ্যার পর মার্কেটে প্রচুর ভিড় হয়। রোববার রাত ৯টার কিছু সময় পর হঠাৎই মার্কেটের দক্ষিণ পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এসময় পাশের হোসেন মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানে থাকা ২০-২৫টি দোকানের মালামাল পুড়ে যায়। আগুনে কোটি কোটি টাকার কাপড় পুড়ে গেছে। সূত্র: বাসস।

এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,