For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

২৬ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী ঈসা

Published : Thursday, 22 December, 2022 at 6:21 PM Count : 133

দিনাজপুরে ঈষা সরকার (১৬) নামে অপহৃত মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
অপহৃত ঈষা সরকার দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭নং বিজোড়াা ইউনিয়নের বিস্তইড় গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার সরকারের মেয়ে। সে বিরল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈষার বাবা প্রদীপ কুমার। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মেয়ে ঈষা সরকারকে স্কুলে যাওয়া-আসার সময় একই উপজেলার ১১নং পলাশবাড়ি ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের রেয়াজুল ইসলামের ছেলে আলফাজ ওরফে আকাশ নিজেকে আকাশ রায় পরিচয় দিয়ে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। আমার মেয়ে সেই প্রস্তাবে রাজি হয়নি। সে কারণে গত ২৭ নভেম্বর দুপুরে কম্পিউটার শিখতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলের পিছনে পুরাতন শহীদ মিনার রাস্তা থেকে একটি নাম্বার বিহীন মাইক্রোবাসে জোর করে তাকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নেয়ার সময় বিস্তইড় গ্রামের মৃত মহাদেবের ছেলে মানিক সরকার দেখতে পেয়ে অপহরণের বিষয়টি আমাদেরকে জানায়। এরপর থেকে আমার মেয়ের ব্যবহৃত ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ দেখায়।

তিনি আরও বলেন, ঘটনার পর আমি বিষয়টি বিরল থানায় অবহিত করে সাধারণ ডায়েরি করি। পরে ৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করি। মামলা নং ০৪। মামলার পর এখন পর্যন্ত পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। আমি আমার মেয়েকে দ্রুত ফিরে পেতে চাই।

এসময় ঈষা সরকারের মা দিপ্তী সরকার, চাচা পলাশ চন্দ্র দাস ও তার মামা বাঁধন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার দায়িত্বে থাকা বিরল থানার উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র বর্মন বলেন, মামলা রজু হওয়ার পর থেকেই আমরা টেকনিক্যালি তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি। তারা তাদের অবস্থান পরিবর্তন করছে ও মোবাইল ফোনগুলো বন্ধ রেখেছে। তারপরও আমরা ঈষা সরকারকে উদ্ধার করতে সবধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।

এএইচএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,