For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে শীতকালীন শিমের সমাহার

Published : Sunday, 4 December, 2022 at 10:11 PM Count : 254



প্রতি বছরই শীতকালীন সবজি হিসেবে শিমের চাহিদা বাড়ছে। হাটবাজারে শিমের দামও বৃদ্ধি পায়। নানা রকম সবজির মাঝে তুলনামূলক শিমের দাম বেশি থাকায় লাভও হয় ভাল।
এজন্য চলতি মৌসুমে আগাম প্রস্তুতির মাধ্যমে শিম চাষের উদ্যোগ রাজশাহীর নিয়েছে মোহনপুর উপজেলার কৃষকরা। সাথী ফসল হিসেবেও শিম চাষ করা সম্ভব বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে।

সরোজমিন দেখা গেছে, মোহনপুর উপজেলার সকল মাঠজুড়ে শিম চাষ করা হয়েছে। সাধারণত মাচায় শিম চাষ করা হলেও এখন গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে মাচা ও ঘরের চালাসহ গাছেও এর চাষ করা হয়েছে। এ অঞ্চলে উৎপাদিত তিন জাতের শিমের মধ্যে দেশি প্রজাতির গুটি শিম সর্বাধিক বেশি দামে বিক্রি হয়ে থাকে বলে চাষিদেরর দাবী।

উপজেলার কেশরহাটের খুচরা সবজি বিক্রেতা আবদুর রশিদ জানান, এখন সব ধরণের সবজিতে বাজার পরিপূর্ণ। অন্য সবজির দাম কমলেও শিমের দাম বেশি। হাইব্রিড শিমের দাম কিছুটা কম হলেও প্রতি কেজি দেশি শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৮০ টাকায়। আর কিছু দিনের মধ্যে উৎপাদন বাড়লে দাম কমবে বলেও জানান তিনি।

আরএইচএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,