For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

প্রণোদনা পেলেন ৪ সহাস্রাধীক কৃষক

Published : Tuesday, 29 November, 2022 at 6:38 PM Count : 119

গাজীপুরেকালীগঞ্জে চার হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রণোদনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছর রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় দুই হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মধ্যে প্রত্যেক কৃষকে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি বোরো ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া, একই অর্থবছরে রবি মৌসুমে বোরো হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় দুই হাজার কৃষককের প্রত্যেককে এক বিঘা জমির জন্য দুই কেজি করে হাইব্রীড জাতের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

-আরএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,