For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নাগেশ্বরীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

Published : Friday, 25 November, 2022 at 3:24 PM Count : 147

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে উপকারভোগীর নাম পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিস্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহেণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

২০১৬ সালে হতদরিদ্রের জন্য চালু হয় খাদ্যবান্ধব কর্মসুচি। এর আওতায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নে উপকারভোগী ১৫৮৫ জন। পরিবারপ্রতি তাদের স্বল্পমূল্যে মাসে ৩০ কেজি চাল দেয়া হয়। ডিলার দ্বারা কার্ডের মাধ্যমে এ চাল সরবরাহ করা হয়।

এ বছর ডাটাবেজ ব্যবস্থাপনায় নিয়ে আসা হয় খাদ্যবান্ধব কর্মসুচি। সেখানে বাদ দেওয়া হয় হাসনাবাদ ইউনিয়নের প্রায় অনেক উপকারভোগীর নাম। তাদের পরিবর্তে চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দিয়েছেন তার পছন্দের ব্যক্তিদের নাম। বিষয়টি জানতে পেরে বাদপড়া উপকারভোগী ৭নং ওয়ার্ডের বুড়িরছড়া হাজীপাড়ার হোসেন আলীর ছেলে রফিকুল ইসলাম, তছর উদ্দিনের ছেলে আজিজার রহমান, ৪ নং ওয়ার্ডের মনিয়ার হাটের মন্তাজ আলীর ছেলে ওমর আলী, ৫নং ওয়ার্ডের শিংগের ভিটার আবুল কাশেমের ছেলে আব্দুর রহমানসহ ২৬৬ জন ইউনিয়ন পরিষদে বিক্ষোভ করেন। পরে ২৯ সেপ্টেম্বর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। জেলা প্রশাসক বরাবর আবেদন করেন রফিকুল ইসলাম। 

গত ২৭ অক্টোবর তার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় তথ্য ও অভিযোগ শাখা হতে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেয়া হয় উপজেলা খাদ্য কর্মকর্তাকে।
ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার জানান, যারা বাদ গেছে তারা আগে হতদরিদ্র ছিল কিন্তু এখন স্বচ্ছল। 

উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল আহাদ জানান, আমি কয়েকদিন ধরে ছুটিতে আছি। রবিবার অফিসে গিয়ে বিষয়টি দেখে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,