For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

Published : Thursday, 24 November, 2022 at 10:08 AM Count : 300

ইউক্রেনের কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়ার চালানো নতুন করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে নিহত হয়েছেন তিন জন।

বুধবার কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলা নিয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো এ তথ্য জানিয়েছেন।

রাজধানী কিয়েভে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের তিনি পানি মজুত করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীতে হামলার পর অন্তত তিন জন নিহত হয়েছেন।
এদিকে, ইউক্রেন সীমান্তের রাষ্ট্র মলদোভার উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই স্পিনু বলেন, তাদের রাষ্ট্রীয় জ্বালানি ফার্ম দেশের ৫০ শতাংশ বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদানে কাজ করছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে মলদোভায় দুই লাখ ৬০ হাজার ইউক্রেনীয় নাগরিক অবস্থান নিয়েছেন। এর মধ্যে এখনো এক লাখ এক হাজার মানুষ সেখানে অবস্থান করছেন। সাবেক সোভিয়েত রাষ্ট্র মলদোভার জনসংখ্যা ২৬ লাখের কিছু বেশি। ইউরোপের অন্যতম দরিদ্র দেশ এটি। ইউক্রেনের প্রতিবেশীদের মধ্যে দ্রুততম শরণার্থীর আগমন ঘটেছে এখানেই। সূত্র: গার্ডিয়ান, আলজাজিরা।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,