For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাট চিনিকল

৬৮৫ কোটি টাকার লোকসান নিয়ে আখ মাড়াই শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর

Published : Sunday, 13 November, 2022 at 10:54 AM Count : 240

৬৮৫ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে দেশের বৃহত্তম উন্নত মানের লাল চিনি উৎপাদনকারী  প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলের ২০২২-২৩ মাড়াই মৌসুম।
      
চিনিকল সূত্র জানায়, এবার ৩৩ হাজার আখ মাড়াই করে ২ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৬ দশমিক ২ ভাগ। চিনিকলের মাড়াই কার্যক্রম চালু থাকবে ২৫ দিন। অন্যান্য ফসলের দামের সঙ্গে সঙ্গতি রেখে চলতি মৌসুমে আখের মূল্যও বাড়িয়েছে সরকার। এবার মিলগেটে আখের মূল্য নির্ধারণ করা হয়েছে পার মেট্রিক টন ৪ হাজার ৫০০ টাকা এবং বাইরের ক্রয় কেন্দ্রের জন্য ৪ হাজার ৪০০ টাকা। 

মূল্য বাড়ানোর ফলে আখ চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন বলে জানান জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান। প্রায় ২০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের ক্ষমতা থাকলেও আখের অভাবে তা আর সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। 

জয়পুরহাট চিনিকল প্রতিষ্ঠার পরে মাড়াই মৌসুম শুরু হয়েছিল ১৯৬২-৬৩ সালে। এ পর্যন্ত  ৫৮টি মাড়াই মৌসুমের মধ্যে ১৭টিতে লাভের মুখ দেখলেও বাকিগুলোতে লোকসান গুণতে হয়।  চিনিকলের লোকসানের পরিমাণ হচ্ছে ৬৮৫ কোটি টাকা। এখন জয়পুরহাট চিনিকলের বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এমন অবস্থা যে, বন্ধ থাকলে লোকসান কম আর মিল চালু করলে লোকসানের পরিমাণ বেড়ে যায়।
    
চিনিকল সূত্র আরও  জানায়, এসটিপি পদ্ধতিতে আখ রোপণের জন্য ২ হাজার আখচাষিকে এবার প্রায় ৪৩ লাখ টাকা ভুর্তকি প্রদান করা হয়েছে।  গত ২০২১-২০২২ মাড়াই মৌসুমে ২১ হাজার ৪৪৯ মেট্রিক টন আখ মাড়াই করে এক হাজার ১৬২ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল বলে জানান ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান।

এসআই/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,